এরলিং হালান্ডকে বার্সিলোনায় আনতে কাজ শুরু করলেন নয়া প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বরুসিয়া ডর্টমুন্ডের দুর্ধর্ষ স্ট্রাইকার এরলিং হালান্ডকে দলে নিতে ইতিমধ্যেই ঝাঁপিয়েছে চেলসি, ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ, কিন্তু প্রথম থেকেই হালান্ডকে টার্গেট করে রেখেছে এফসি বার্সিলোনা। আর এবার প্রেসিডেন্ট হিসেবে জোয়ান লাপোর্তার আগমণে, সেই সম্ভাবনা আরও জোরালো হতে চলেছে।
স্প্যানিশ পত্রিকা মুন্ডো ডেপোর্টিভোর রিপোর্ট অনুযায়ী, ক্লাবে অর্থাভাব থাকলেও দলে একজন দুরন্ত স্ট্রাইকার আনতে মরিয়া লাপোর্তা। হালান্ডের এজেন্ট তথা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এজেন্ট মিনো রাইওলার সাথে ঘনিষ্ট বন্ধুত্ব রয়েছে লাপোর্তার। ইতিমধ্যেই কথাবার্তা শুরু হয়ে গিয়েছে দুইপক্ষের মধ্যে। ফলে আগামী মরশুমে বার্সিলোনার নয়া নাম্বার নাইন হিসেবে হালান্ডকে পেতে মরিয়া নয়া বার্সা প্রেসিডেন্ট।
কিন্তু হালান্ডকে পেতে গেলে সমস্ত ক্লাবকে বেশ ভালোই অর্থ খরচ করতে হবে। শুধু হালান্ডের ট্রান্সফার ফি আন্দাজ ৭৫ মিলিয়ন ইউরো, আর তার সাথে চুক্তি সংক্রান্ত অন্যান্য খরচ ও বোনাস যোগ করলে মোটামুটি অঙ্কটা গিয়ে দাঁড়াবে ১০০ মিলিয়ন ইউরোর কাছাকাছি। ফলে বার্সিলোনা বেশ কিছু খেলোয়াড়কে আগামী মরশুমে বিক্রি করবে, সে নিয়ে কোনও সন্দেহ নেই।