তারুণ্যেই ভরসা, শুভ ঘোষের সাথে গত আইলিগের দুরন্ত উইঙ্গারকে তুলে নিল এসসি ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই অমরজিত সিং কিয়ামকে তুলে চমক দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। এবার তারুণ্যে ভরসা রেখেই পরবর্তী সাইনিং সারছে ইস্টবেঙ্গল। কেরালা ব্লাস্টার্স থেকে শুভ ঘোষকে লোনে নেওয়া কার্যত নিশ্চিত, এবার গত আইলিগে দুরন্ত পারফর্ম করা তরুণ উইঙ্গার সোংপু সিংসিটকে সই করতে চলেছে এসসি ইস্টবেঙ্গল।
নেরোকা এফসিতে খেলা এই উইঙ্গারকে পেতে অনেকটাই এগিয়ে ছিল চেন্নাইন এফসি। কিন্তু সূত্রের খবর, শেষ মুহুর্তে এসসি ইস্টবেঙ্গল এগিয়ে আসায় লাল-হলুদ ব্রিগেডকে বেছে নেন সোংপু। ২২ বছরের এই তরুণ উইঙ্গার এক বছরের চুক্তিতে যোগ দিতে চলেছেন।
গত আইলিগে ১৪ ম্যাচে তিন গোল ও তিন অ্যাসিস্ট করেছিলেন সোংপু। আর সেই পারফর্মেন্সের পর অনেকেই আশা করেছিল, এবার আইএসএলের কোনও ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাবেন এই তরুণ ফুটবলার। আর সেই সুযোগ দিতে চলেছে এসসি ইস্টবেঙ্গল।