মীরাবাইকে সম্মান নেরোকার, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রুপোজয়ীকে নিযুক্ত আই লিগ ক্লাবের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আই লিগের ক্লাব নেরোকা এফসি অলিম্পিক রৌপ্য পদকজয়ী মীরাবাই চানু কে তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করল। এটি ভারতের কোন আই লিগ ক্লাবের প্রথম ধরনের পদক্ষেপ।
মণিপুরের মীরাবাই চানু ২০২০ টোকিও অলিম্পিকে ৪৯ কেজি ভারোত্তলন বিভাগে রৌপ্য পদক জিতেছেন। এর আগে ২০১৪ কমনওয়েলথ গেমসে তিনি রৌপ্য পদক জিতেছিলেন। তিনি আদতে একজন নেরোকা এফসি ফ্যান।
আর এই কারণে এখন থেকে তিনি ঘরের ক্লাব নেরোকা এফসির প্রধান মুখ হবেন মীরাবাই চানু। নেরোকা এফসি তরফ থেকে এই খবর তাদের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ হয়েছে। তারা উচ্ছ্বসিত যে মীরাবাই চানুর মতো একজনকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করতে পেরেছে। আর সেই কথাও তারা নিজেদের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে।