নেপালের বিরুদ্ধে বেরঙিন খেলা ভারতের! ইগরের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠছেই

নেপাল - ১ (অঞ্জন বিস্তা)
ভারত - ১ (অনিরুধ থাপা)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রদর্শনী ম্যাচেই কার্যত আক্রমণের ঝড় তুললেও কিছুটা বেরঙ লাগল ভারতকে। নেপালের বিরুদ্ধে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দর্শকদের মাঝে দারুণ শুরু করলেও বল ধরে না রাখার রোগ দেখা গেল ভারতের মধ্যে। মাঝে নেপাল সুযোগের সদ্ব্যবহার করে আটকে দিল শক্তিশালী ভারতকে।
শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল ভারত। কিন্তু নেপালের রক্ষণে বারবার আটকে যাচ্ছিল তারা। মাঝে মধ্যে নেপা কাউন্টারে আক্রমণ চালালেও সুবিধা করতে পারছিল না। তবে ৩৬ মিনিটে এগিয়ে যায় নেপাল। অনেকটা জায়গা পেয়ে গিয়েছিলেন অঞ্জন বিস্তা, যা দেখে গুরপ্রীত এগিয়ে আসলেও লাভ করতে পারেননি, সহজে গোল করে এগিয়ে দেন নেপালকে। আর তারপর প্রথমার্ধের শেষ অবধি ভারতের উপর চাপ রাখে নেপাল।
গোল খাওয়ার পর দ্বিতীয়ার্ধে ভারতের আক্রমণ আরও বেশি ঝাঁঝাল হয়ে ওঠে। আর তার ফল মেলে ৬০ মিনিটে। সুনীল ছেত্রীর দুরপাল্লার শট দারুণ বাঁচান গোলকিপার কিরাম লিম্বু, কিন্তু রিবাউন্ড বল পেয়ে গোল করে দেন অনিরুধ থাপা। এরপর টানা ২০ মিনিট ধরে আক্রমণ চালিয়েই যেতে থাকে ভারত, যদিও প্রচুর মিসপাস হয়, ফলে গোল আর আসে না। শেষের দিকে নেপাল কিছুটা চেষ্টা চালালেও ফাইনাল থার্ডে গিয়ে হারিয়ে যায়। আর শেষ অবধি সমতায় থেকেই শেষ হয় ম্যাচ।
তবে এই ম্যাচে একেবারেই ছন্দে ছিলেন না সুনীল ছেত্রী। বেশ অফ কালার লেগেছে ভারত অধিনায়ককে। মনবীর সিংকে উজ্জ্বল লাগলেও সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। যদিও একটি ভুল ছাড়া ভারতের ডিফেন্স অত্যন্ত মজবুত ছিল। তবে নেপালের বিরুদ্ধে এই ড্র একেবারেই ভালো ফল নয় ভারতের জন্য, যা নিশ্চই ভাবাবে কোচ ইগর স্টিম্যাচকে।