আরও তিন বছরের জন্য বেঙ্গালুরু এফসিতে থেকে যাচ্ছেন নওসাদ মুসা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বেঙ্গালুরু এফসিতে থেকে যাচ্ছেন নওসাদ মুসা। শনিবার বেঙ্গালুরু এফসি নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানায়, আরও তিন বছর আইএসএল জয়ী এই ক্লাবে থেকে যাচ্ছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার।
গত বছর কার্লোস কুয়াদ্রাত মাঝপথ থেকে সরে আসার পর বেঙ্গালুরু এফসির দায়িত্ব সামলেছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার এবং সহকারী কোচ নওসাদ মুসা। এবং সেই সময় মুসার আক্রমণাত্মক খেলায় খুশি হয় বেঙ্গালুরু ম্যানেজমেন্ট। আর সেই কারণেই এই চুক্তিবৃদ্ধি।
বর্তমানে নওসাদ মুসা নয়া কোচ মার্কো পেজিওলির সহকারী হিসেবে কাজ করবেন। ২০১৭ সাল থেকে বেঙ্গালুরু এফসির সহকারী কোচ এবং রিজার্ভ দলের হেড কোচের দায়িত্ব সামলে এসেছেন নওসাদ। দীর্ঘ চার বছর দায়িত্ব সামলানোর পর এবার আরও তিন বছর বেঙ্গালুরুতে থেকে যাচ্ছেন ইস্টবেঙ্গলের এই প্রাক্তন খেলোয়াড়।