এমবাপ্পেকে কি আদৌ ছাড়বে পিএসজি? বড় বয়ান দিলেন ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী বছর অবধি চুক্তিবদ্ধ থাকলেও ইতিমধ্যেই বেশ কিছু ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের তারকা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে নিতে আগ্রহ দেখিয়েছে। আর এই দৌড়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ, যদিও আর্থিক দিক থেকে বেশ বড়সড় ঝুঁকি নিতে হবে ক্লাবেদের।
তবে এমবাপ্পেকে ছাড়া নিয়ে এবার বড় বয়ান দিলেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। তিনি স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপজয়ী এই তরুণ সুপারস্টার কোথাও যাচ্ছেন না। তাকে ক্লাব ছাড়ার অনুমতি দেবে না পিএসজি।
এই নিয়ে একটি সাক্ষাৎকারে আল খেলাইফি বলেছেন, "আমি পরিষ্কার করে বলতে চাই, কিলিয়ান পিএসজির সাথেই থাকছে। আমরা কখনই ওকে বিক্রি করব না এবং ও কখনই বিনামূল্যে ছাড়বে না। আমি মিডিয়াকে কখনই চুক্তিগত বিষয়ে কোনও তথ্য দিই না। আমি এটুকু বলতে পারি যে এমবাপ্পের ক্ষেত্রে চুক্তিগত কথাবার্তা ভালোই চলছে, আশা করছি আমরা একটি সমঝোতার জায়গায় পৌঁছব।"
এরপর এমবাপ্পের প্রশংসা করে খেলাইফি বলেছেন, "এটি প্যারিস, এটি ওর দেশ। ওর একটি লক্ষ্য রয়েছে, শুধু ফুটবল খেলোয়াড় হিসেবে নয়, লিগ ওয়ানকে, নিজের দেশ ও নিজের রাজধানীকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। ও একজন অসাধারণ ছেলে, মানুষ হিসেবে এবং অ্যাথলিট হিসেবে। ও আগামী দিনে ব্যালন ডি অর জিতবে, আমি একশো শতাংশ নিশ্চিত।"
শেষে খেলাইফি বলেছেন, "ওর কাছে সব কিছু রয়েছে এখানে থেকে যাওয়ার জন্য। ও আর কোথায় যাবে? কোন ক্লাব আজকের দিনে দাঁড়িয়ে পিএসজির মনোভাব ও প্রকল্পের সাথে লড়াই করবে?"