"সমর্থকরা আমায় টেনে এনেছেন এখানে", চেন্নাইন এফসিতে সই করে বার্তা নারায়ণ দাসের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ঘরভাঙন অব্যাহত এসসি ইস্টবেঙ্গলের। দলের অভিজ্ঞ লেফট ব্যাক নারায়ণ দাস দুই বছরের চুক্তিতে যোগ দিলেন চেন্নাইন এফসিতে। মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে চেন্নাই।
আর দুই বারের আইএসএল জয়ী ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত নারায়ণ। ক্লাবের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, "আমি খুবই খুশি চেন্নাইন এফসির মত চ্যাম্পিয়ন দলে যোগ দিতে পেরে। আমার পরিবার ও বন্ধুরাও খুব খুশি। প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দলকে জিততে সাহায্য করার, আর আমার ক্ষেত্রে এর অন্যথা নেই।"
"আমি নিজের মূল্য বোঝাতে মরিয়া থাকব, প্রতিটি ম্যাচ খেলব এবং ক্লাবকে তৃতীয় আইএসএল জয়ের লক্ষ্যপূরণে সাহায্য করব। একজন প্রতিপক্ষ হিসেবেও মেরিনা এরিনার পরিবেশ আমি উপভোগ করেছি, এখানকার সমর্থকরা আমায় টেনে এনেছেন। আর আমি বলতে চাই আমাদের অসাধারণ সমর্থকদের যে আমাদের সমর্থন করে যান, কারণ আপনাদের সমর্থনই আমাদের অতিরিক্ত মনোবল দেবে।"
আইএসএলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা নারায়ণ দাস লেফট ব্যাক ছাড়াও সেন্ট্রাল ডিফেন্সে বেশ উপযোগী। এসসি ইস্টবেঙ্গলের হয়ে বেশ ভালো পারফর্ম করেছিলেন নারায়ণ। কিন্তু ক্লাবের কাজিয়ায় চুক্তিবৃদ্ধির অপেক্ষা না করে এবার নতুন পথ বেছে নিলেন নারায়ণ।
এদিকে ইস্টবেঙ্গলের ঘর ভাঙা স্রেফ শুরু করল চেন্নাইন এফসি। জানা গিয়েছে, লাল-হলুদ ব্রিগেডের আরও দুইজন খেলোয়াড়ের সাথে চুড়ান্ত কথাবার্তা চলছে চেন্নাইনের, যার মধ্যে একজন বঙ্গতনয়। এমন অবস্থায় চেন্নাইন নিজের ঘর গোছাবে এসসি ইস্টবেঙ্গলের ঘর ভেঙে।