ফাউলারের মত কিংবদন্তী আমার কাছে অনুপ্রেরণা - ইস্টবেঙ্গলে সই করে উচ্ছ্বসিত নাওরেম মহেশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এসসি ইস্টবেঙ্গলের স্ট্রাইক ফোর্সে তারুণ্যের যোগান। কেরালা ব্লাস্টার্স থেকে এক বছরের লোনে ইস্টবেঙ্গলে যোগ দিলেন নাওরেম মহেশ সিং। ২২ বছরের এই ফরোয়ার্ড গত বছর সুদেভা দিল্লি এফসির হয়ে আইলিগে খেলেছিলেন।
মণিপুরের এই ফরোয়ার্ড ইস্টবেঙ্গলের মত ঐতিহ্যশালী প্রতিষ্ঠানে সই করে উচ্ছ্বসিত। তিনি বলেছেন, "এটি একটি বড় সুযোগ আমার কাছে। বড় হওয়ার সময়ে আমি ইস্টবেঙ্গল সম্বন্ধে এত কিছু শুনেছি। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম ক্লাব এবং আমি অপেক্ষা করতে পারছি না মাঠে নামার জন্য।"
ইস্টবেঙ্গলে নাওরেম সামনে পাবেন রবি ফাউলারের মত কিংবদন্তিকে। একজন স্ট্রাইকার হওয়ার জেরে বিশ্ব ফুটবলের এক সময়ের সেরা ফরোয়ার্ডের থেকে আরও শিখতে চান নাওরেম। এই নিয়ে তিনি বলেন, "আমি প্রতিদিন অনুশীলনে সেরাটা দেব এবং গ্যাফারকে (রবি ফাউলার) খুশি করার চেষ্টা করব। নিজে একজন ফরোয়ার্ড হওয়ায়, আমি মুখিয়ে রয়েছি ওনার থেকে অনেক কিছু শেখার জন্য। উনি একজন কিংবদন্তি এবং এতে আমার অনুপ্রেরণা আরও বেড়ে যায়।"