এফসি গোয়াকে টেক্কা দিয়ে এটিকে-মোহনবাগানের সুমিত রাঠিকে পেতে আগ্রহী মুম্বই সিটি এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একে একে যখন একাধিক ভারতীয় তারকাকে তুলে নিয়ে চমক দেখাচ্ছে এটিকে-মোহনবাগান, তখন দলের বোঝা কমাতে বেশ কিছু খেলোয়াড়কেও ছাড়তে আগ্রহী সবুজ-মেরুণ শিবির। আর এর মধ্যে অন্যতম রয়েছেন উঠতি তারকা ডিফেন্ডার সুমিত রাঠি।
২০২৫ সাল অবধি চুক্তি থাকলেও এটিকে-মোহনবাগানের তারকা ডিফেন্স লাইনে সুযোগ না পাওয়ায় কিছুটা চিন্তিত সুমিত। আর তাই গেমটাইম পেতে আগ্রহী হয়েছেন অন্যান্য ক্লাবের অফারে। ইতিমধ্যে এফসি গোয়া আগ্রহ দেখিয়েছিল সুমিত রাঠিকে পেতে। তবে এই ডিলে এবার নয়া প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির হয়েছে মুম্বই সিটি এফসি।
মুম্বই সিটি এফসির বিশিষ্ট সূত্রে জানা গিয়েছে, ডিফেন্সকে জোরদার করতে তারা বেশ কিছু ডিফেন্ডারদের উপর নজর রাখছে, যার মধ্যে অন্যতম পছন্দ হলেন সুমিত রাঠি। ১৯ বছরের এই তরুণ ডিফেন্ডারকে পেতে কয়েক দিনের মধ্যেই প্রস্তাব রাখবে মুম্বই।
যদিও সুমিত রাঠিকে পেতে বড়সড় ট্রান্সফার ফি ঢালতে হবে, অন্তত দেড় কোটি টাকা খরচ করতে হবে সুমিতকে পেতে। এই নিয়ে মুম্বই সিটি এফসির সেই সূত্র জানিয়েছেন যে এই বিষয়ে আলোচনা সারছেন ম্যানেজমেন্ট কর্তারা।
এবারের আইএসএলে মাত্র ছয়টি ম্যাচ খেলেছেন সুমিত। প্রীতম কোটাল-সন্দেশ ঝিঙ্গান-তিরির ডিফেন্স লাইনে সেভাবে সুযোগই পাবেন না সুমিত, তা নিশ্চিত। ২০১৯ সালের আইএসএলে সেরা উঠতি খেলোয়াড়ের পুরষ্কার পেয়েছিলেন উত্তরপ্রদেশের এই ফুটবলার।