এটিকে-মোহনবাগানের টার্গেট আপুইয়াকে নিতে মরিয়া মুম্বই সিটি এফসি

সব্যসাচী ঘোষ : এবারের আইএসএলের সেরা উঠতি খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হয়েছেন লালেংমাউইয়া রালতে, যাকে আপুইয়া বলে ডাকা হয়। ২০ বছরের এই তরুণ মিডফিল্ডার নর্থইস্ট ইউনাইটেডের সাফল্যের বড় কারণ ছিলেন। পরিসংখ্যান দিয়ে বিচার করা ভুল হবে, কিন্তু এবারের আইএসএলে অসাধারণ ফুটবল খেলেছেন তিনি। আর এর জেরে দুবাইয়ে জাতীয় দলের শিবিরেও সুযোগ পেয়েছেন।
আর এর ফলে আপুইয়াকে নিতে মরিয়া হয়ে উঠেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। যদিও ২০২২ অবধি চুক্তি রয়েছে নর্থইস্টের সাথে, কিন্তু ট্রান্সফার ফি দিয়েই এই মিজো মিডিওকে চাইছে বেশ কিছু দল। একাধিক জায়গা থেকে খবর এসেছিল, এটিকে-মোহনবাগান মরিয়া এই মিজো মিডফিল্ডারকে নিতে। সেই মত সমস্ত প্রস্তুতিও করে রেখেছিল এটিকে-মোহনবাগান। কিন্তু এবার সবুজ-মেরুণের এই টার্গেটকে নিতে চাইছে এবারের আইএসএল বিজয়ী ফ্র্যাঞ্চাইজি মুম্বই সিটি এফসি।
জানা গিয়েছে, ইতিমধ্যেই আপুইয়াকে নিতে মরিয়া হয়ে উঠেছে মুম্বই। বড়সড় ট্রান্সফার ফি দিতে উদ্যোগী মুম্বই। আর এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে আর্থিক দিক থেকে মুম্বই অনেক শক্তিশালী, সৌজন্যে সিটি ফুটবল গ্রুপের বিপুল আর্থিক বিনিয়োগ। ফলে আপুইয়াকে নিতে অনেকটাই এগিয়ে মুম্বই। যার জেরে শীর্ষস্থান, আইএসএল খেতাবের মত এবার আপুইয়াকেও কি এটিকে-মোহনবাগানের হাত থেকে ছিনিয়ে নেবে মুম্বই?