চেন্নাইন এফসির তারকা উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতেকে নিতে ঝাঁপাল মুম্বই সিটি এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সব দূর্বলতা কাটিয়ে নিতে চাইছে মুম্বই সিটি এফসি। এবার উইংয়ে গতি বাড়াতে চেন্নাইন এফসির তরুণ উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতেকে বড় প্রস্তাব দিল মুম্বই।
জানা গিয়েছে, দীর্ঘমেয়াদি চুক্তি সহ বড় বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে ২৪ বছরের মিজো উইঙ্গারকে। তবে জানুয়ারিতে নয়, মরশুম শেষে ছাংতেকে আনতে চাইছে মুম্বই। যেহেতু চলতি মরশুম শেষেই চেন্নাইনের সাথে চুক্তি শেষ হবে ছাংতের, ফলে ফ্রি এজেন্ট হিসেবে এই তারকাকে দল আনতে চাইছে মুম্বই।
শোনা যাচ্ছে, মুম্বইয়ের প্রস্তাবে রাজিও হয়েছেন ছাংতে। সব ঠিকঠাক থাকলে, আগামী মরশুমে মুম্বইয়ের জার্সিতে খেলতে দেখা যেতেই পারে মিজো এই উইঙ্গারকে। সূত্রের খবর, চেন্নাইনে থাকতে চাইছেন না ছাংতে। নয়া কোচ বান্দোভিচের অধীনে নয়া ফর্মেশনের সাথে মানিয়ে নিতে পারছেন না ছাংতে। চলতি আইএসএলে কেবল এক গোল ও এক অ্যাসিস্ট করেছেন তিনি।
ফলে মুম্বইয়ের এই বড় প্রস্তাবকে ফেলে দিতে পারেননি ছাংতে। বাঁদিক থেকে ছাংতের গতি দারুণ কার্যকরী হবে মুম্বইয়ের জন্য, বিশেষ করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য উপযোগী তো বটেই।