লাল-হলুদের আশা-ভরসা ব্রাইটকে তুলে নিতে মরিয়া মুম্বই সিটি এফসি

সব্যসাচী ঘোষ : ইতিমধ্যেই আগামী মরশুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য যোগ্যতা অর্জন করেছে মুম্বই সিটি এফসি। আর সেই কারণে আগামী মরশুমে বেশ ভালোভাবেই দলগঠন করবে এই ফ্র্যাঞ্চাইজি, আর সেক্ষেত্রে বিপুল অর্থ যোগান দেবে সিটি ফুটবল গ্রুপ। আইএসএলের অন্যতম সেরা আক্রমণভাগ রয়েছে মুম্বইয়ের, কিন্তু সেই আক্রমণের ধার বাড়াতে এবার তাদের নজর এসসি ইস্টবেঙ্গলের আশা ভরসা ব্রাইট এনোবাখারের উপর।
চলতি আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের পারফর্মেন্স খারাপ হলেও যে কজন নজর কেড়েছেন, তার মধ্যে নিঃসন্দেহে সব থেকে বড় পারফর্মার হলেন ব্রাইট এনোবাখারে। স্কিল, গতি ও শারীরিক শক্তিতে তিনি দেখিয়ে দিয়েছেন, ভারতীয় ফুটবলের থেকে অনেক উচ্চস্তরে অবস্থান করেন এই নাইজেরীয় স্ট্রাইকার। এবার এই স্ট্রাইকারকে নিজেদের দলে তুলে নিতে মরিয়া মুম্বই।
এই মুহুর্তে লোনে সিডনি এফসি থেকে মুম্বইয়ে এসেছেন ইংরেজ স্ট্রাইকার অ্যাডাম লে ফন্ড্রে। ১১টি গোল করা এই স্ট্রাইকার মরশুম শেষ হলেই চলে যাবেন সিডনি। এর ফলে বার্তোলোমেউ ওগবেচের পার্টনার হিসেবে এই দুর্ধর্ষ স্ট্রাইকার ব্রাইটকে তুলে নিতে চাইছে মুম্বই। জানা গিয়েছে, অর্থের বিষয়ে কোনও খামতি রাখবে না মুম্বই। এদিকে ইনভেস্টর-ক্লাব ঝামেলায় ব্রাইটকে আদৌ আগামী মরশুমে রাখতে পারবে কিনা ইস্টবেঙ্গল, সে নিয়ে সন্দেহ রয়েছে। ফলে লাল-হলুদ সমর্থকদের জন্য বেশ খারাপ খবর বটেই।