চলতি লা লিগায় খেলা ১০ কোটি টাকার স্প্যানিশ স্ট্রাইকারকে পেতে ঝাঁপাল মুম্বই সিটি এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির দল এমনিতেই শক্তিশালী, কিন্তু সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আগামী মরশুমের এএফসি চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জন করার জন্য আরও শক্তিশালী দলগঠন করা প্রয়োজন, আর তার জন্য হেভিওয়েট কিছু সাইনিং করতে হবে, সেটি বুঝেছে মুম্বই সিটি ম্যানেজমেন্ট।
এই পরিস্থিতিতে এবার চলতি স্প্যানিশ লা লিগা খেলা স্ট্রাইকার আদ্রিয়ান লোপেজকে টার্গেট করল মুম্বই সিটি এফসি। সিএ ওসাসুনার হয়ে এবারের লিগে খেলছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। চলতি বছরের ৩০ জুন চুক্তি শেষ হচ্ছে আদ্রিয়ানের, ফলে এই ফরোয়ার্ডকে পেতে আগ্রহ দেখিয়েছে মুম্বই। এদিকে, আদ্রিয়ানের ট্রান্সফার মূল্য হল ১০ কোটি টাকা, সুতরাং বেতনের পরিমাণ বেশ মোটা হবে, সে নিয়ে কোনও সন্দেহ নেই।
তবে এতে সমস্যা হওয়ার কথা নয় মুম্বইয়ের। উয়েফা চ্যাম্পিয়নস লিগ খেলার দরুণ মার্কি সাইনিং হিসেবেও আসতে পারেন আদ্রিয়ান লোপেজ, সুতরাং সেখানে বেতনের কোনও সীমা নেই। এদিকে সিটি গ্রুপ অফ ফুটবলের সাথে যুক্ত হওয়ায় আর্থিক দিক থেকে ভারতবর্ষের সব থেকে হেভিওয়েট ক্লাব হওয়ারও দাবিদার মুম্বই। ফলে বিশাল বেতনে আদ্রিয়ান লোপেজের মত অভিজ্ঞ স্ট্রাইকারকে আনাটা খুব কষ্টকর হবে না মুম্বইয়ের জন্য।
যদিও এবারের লা লিগায় চোটের জন্য বেশ কিছুদিন মাঠে ছিলেন না আদ্রিয়ান। অধিকাংশ ম্যাচ পরিবর্ত হিসেবে নেমেছেন তিনি। একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন ওসাসুনার হয়ে। তবে অভিজ্ঞতার দিক থেকে অনেক বড় বড় ক্লাবে খেলেছেন আদ্রিয়ান। ভিল্লারিয়েল, ডেপোর্টিভো লা করুনা, মালাগার মত স্প্যানিশ ক্লাবে খেলেছেন তিনি। এছাড়া তিন বছর অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেছেন আদ্রিয়ান। ওসাসুনায় আসার আগে পর্তুগালের হেভিওয়েট ক্লাব এফসি পোর্তোতেও খেলেছেন তিনি।