প্রবীরকে নিতে ময়দানে নামল মুম্বই সিটি এফসি, এই পরিমাণ অর্থের কমে ছাড়বে না এটিকে-মোহনবাগান

সব্যসাচী ঘোষ : এফসি গোয়া এবং জামসেদপুর এফসি উদ্যোগী ছিল এটিকে-মোহনবাগানের তারকা উইংব্যাক প্রবীর দাসকে নিতে। কিন্তু ২০২৩ অবধি চুক্তি থাকা প্রবীরকে নিতে বেশ ভালোই ট্রান্সফার ফি দিতে হবে তাদের। এই পরিস্থিতিতে এবার ময়দানে নামল এবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। আইএসএলের অন্যতম সেরা দল নিজেদের শক্তিবৃদ্ধি করতে প্রবীরকে নিতে ট্রান্সফার ফি দিতেও রাজি মুম্বই।
জানা গিয়েছে, প্রবীরকে নিতে এক কোটি টাকা ট্রান্সফার ফি দিতে চাইছে মুম্বই সিটি এফসি। দলে সমস্ত বিভাগে বেশ ভালো মজুত থাকলেও রাইট ব্যাক পজিশন নিয়ে সমস্যা রয়েছে কোচ সের্জিও লোবেরার। মহম্মদ রাকিপ থাকলেও সেভাবে সুযোগ পাননি। এদিকে অমেয় রানাওয়াড়েকে রাইট ব্যাকে খেলান লোবেরা, আর বেশ ভালোই খেলেছেন এই তরুণ ডিফেন্ডার।
তবে রাইট ব্যাক পজিশনে কিছুটা অনভিজ্ঞ রানাওয়াড়ে। ফলে আগামী মরশুমের আইএসএল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এই পজিশনে অভিজ্ঞ কাউকে চাইছেন লোবেরা। আর তাই প্রবীরকে নিতে আগ্রহী হয়েছে মুম্বই।
তবে প্রবীরের ট্রান্সফার মূল্য এই মুহুর্তে ১.৭ কোটি টাকা। ফলে ৭০ লক্ষ টাকার ক্ষতি করবে এটিকে-মোহনবাগান, যেখানে এখনও দুই বছরের চুক্তি বাকি রয়েছে এই বাঙালি ডিফেন্ডারের। পাশাপাশি কোচ আন্তোনিও হাবাসের অত্যন্ত ভরসার খেলোয়াড় প্রবীর। ফলে অন্তত দেড় কোটি টাকা ট্রান্সফার ফির কমে প্রবীরকে ছাড়তে চাইবে না এটিকে-মোহনবাগান।