আদ্রিয়ানের পর লা লিগার তারকা উইঙ্গার ডেভিড ফেরেইরোকে টার্গেট করল মুম্বই সিটি এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একদিকে যখন এটিকে-মোহনবাগান সেরা দেশীয় স্কোয়াড তৈরিতে ব্যস্ত, তখন আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি দুর্ধর্ষ বিদেশী লাইনআপ তৈরিতে মনোযোগ দিয়েছে। এবার লা লিগা খেলা তারকা উইঙ্গার ডেভিড ফেরেইরোকে টার্গেট করল মুম্বই।
জানা গিয়েছে, এসডি হুয়েস্কার এই রাইট উইঙ্গারের সাথে প্রাথমিক কথাবার্তা শুরু করেছে মুম্বই। যদিও ২০২৩ সাল অবধি চুক্তি রয়েছে এই স্প্যানিশ ফুটবলারের, ফলে লোনেও ফেরেইরোকে আনার পরিকল্পনায় রয়েছে মুম্বই। যদিও তার ট্রান্সফার মূল্য সাড়ে আট কোটি টাকার কাছাকাছি, তবে মুম্বইয়ের পক্ষে সেই অর্থ খরচ করা সমস্যার হবে না।
চলতি লা লিগায় দুটি গোল ও চারটি অ্যাসিস্ট রয়েছে ফেরেইরোর, যার মধ্যে একটি গোল রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে রয়েছে। এদিকে ২৮টি লিগ ম্যাচে শুরু থেকে খেলেছেন তিনি। নিজের কেরিয়ারে স্পেনের বাইরে কোনও ক্লাবে খেলেননি তিনি। গ্রানাডা, কাডিজ, রেসিং সান্তানদারের মত ক্লাবে খেলেছেন তিনি। মাঠের দুই উইংয়ে খেলতে সক্ষম ফেরেইরো। ফলে কোমর বেঁধে বাজারে নেমেছে মুম্বই।