ভার্সিটাইল অজি মিডফিল্ডার রস্টিন গ্রিফিতসকে সই করিয়ে চমকে দিল মুম্বই সিটি এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিদেশী ব্রিগেড আরও শক্তিশালী করে ফেলল মুম্বই সিটি এফসি। অস্ট্রেলিয়ান মিডফিল্ডার রস্টিন গ্রিফিতসকে আগামী মরশুমের জন্য সই করে আনল মুম্বই সিটি এফসি। সিটি গ্রুপের আর এক ক্লাব মেলবোর্ন সিটি থেকে মুম্বইয়ে আসলেন রস্টিন।
রবিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে মুম্বই সিটি। মেডিকাল পরীক্ষার পরেই তিনি সরাসরি যোগ দেবেন মুম্বই শিবিরে। অত্যন্ত ভার্সিটাইল ফুটবলার এই রস্টিন। মূলত সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও প্রয়োজনে সেন্টার ব্যাক হিসেবেও খেলতে সক্ষম রস্টিন।
২০২১ সালে মেলবোর্ন সিটির হয়ে জিতেছেন এ লিগ চ্যাম্পিয়নশিপ। এছাড়া অস্ট্রেলিয়ায় অ্যাডিলেড ইউনাইটেড, নর্থ কুইন্সল্যান্ড ফিউরি, সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স ও পার্থ গ্লোরির হয়ে খেলেছেন রস্টিন।
এদিকে অস্ট্রেলিয়া ছাড়া ইংল্যান্ডে অ্যাকরিংটন স্ট্যানলি ও ব্ল্যাকবার্ন, চীনে গুয়াংঝাউ সিটি, নেদারল্যান্ডসে রোডা জেসি ও উজবেকিস্তানের পাখতাকোর তাসখন্দের হয়ে খেলেছেন রস্টিন। ফলে নিঃসন্দেহে এটি একটি বড় সাইনিং মুম্বইয়ের জন্য।