ডিফেন্সকে শক্তিশালী করতে রাহুল ভেকে এবং মহম্মদ নাওয়াজকে তুলে নিতে চলেছে মুম্বই সিটি এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইএসএলে দুর্দান্ত পারফর্ম করেছে মুম্বই সিটি এফসি। কিন্তু আগামী মরশুমের আইএসএল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য আরও ভালো দলগঠন করতে চাইছেন কোচ সের্জিও লোবেরা। আর সেই কারণে ডিফেন্সকে জোরদার করতে দুই তারকা ভারতীয় ফুটবলারকে তুলে নিতে চলেছে আইএসএল চ্যাম্পিয়নরা।
বেঙ্গালুরু এফসির উইংব্যাক রাহুল ভেকে এবং এফসি গোয়ার গোলকিপার মহম্মদ নাওয়াজকে সই করতে চলেছে মুম্বই সিটি এফসি। গত মরশুমের শেষের দিকে এই দুই খেলোয়াড়কে তুলে নেওয়ার কাজ শুরু করেছিল মুম্বই, আর এবার সেই কাজটি অনেকটাই চুড়ান্ত করে ফেলল মুম্বই সিটি এফসি।
২০১৭ সালে বেঙ্গালুরু এফসিতে যোগ দেওয়া রাহুল ভেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২০১৮-১৯ মরশুমে বেঙ্গালুরুকে আইএসএল চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছেন রাহুল, যেখানে ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে গোল করেছিলেন। তবে এই মরশুমে চোট আঘাতের কারণে কেবল ১৫টি ম্যাচ খেলেছেন রাহুল, তবে এই স্বল্প সময়েও একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি।
এদিকে এফসি গোয়ায় থাকাকালীন সের্জিও লোবেরার অত্যন্ত পছন্দের একজন ছিলেন মহম্মদ নাওয়াজ। ২০১৯ মরশুমে এফসি গোয়ার হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন নাওয়াজ। কিন্তু গত মরশুমে নয়া কোচ জুয়ান ফেরান্ডোর অধীনে প্রথম ১০ ম্যাচ খেলার পরই বসে যান নাওয়াজ, যার কারণ হিসেবে অনেকেই মনে করেছিলেন মুম্বই সিটি এফসিতে চলে যাওয়াকে নিয়ে। যদিও এবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এফসি গোয়া দলে সুযোগ পেয়েছেন নাওয়াজ, তবে সম্ভবত আইএসএলের মত সেখানেও ধীরাজের ব্যাকআপ হিসেবে থাকবেন তিনি।
নাওয়াজের আগমণের জেরে এটি কার্যত স্পষ্ট, এটিকে-মোহনবাগানে মুম্বইয়ের আইএসএল জয়ী অধিনায়ক অমরিন্দর সিংকে তুলে নিতে চলেছে। এবং অমরিন্দরকে তুলে নিতে প্রচুর অর্থ দিচ্ছে সবুজ-মেরুণ শিবির, তা কার্যত নিশ্চিত।