এটিকে মোহনবাগানকে হারিয়ে রেকর্ড চুক্তিতে আপুইয়াকে সই করতে চলেছে মুম্বই সিটি এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও এটিকে মোহনবাগানকে টেক্কা দিল মুম্বই সিটি এফসি। চলতি দলবদলের মরশুমের সব থেকে বড় লড়াইয়ে জিতল আইএসএল চ্যাম্পিয়নরা। গত আইএসএলের সেরা উঠতি খেলোয়াড় লালেংমাউইয়া রালতে অর্থাৎ আপুইয়াকে রেকর্ড ট্রান্সফার ফিতে সই করতে চলেছে মুম্বই সিটি এফসি।
রিপোর্ট অনুযায়ী, গত মঙ্গলবার মুম্বই সিটি এফসির দুই কোটি টাকার অফারে রাজি হয়েছে নর্থইস্ট ইউনাইটেড। আর এর জেরে এটিকে মোহনবাগান ও লিস্টন কোলাসোর রেকর্ড ভেঙে সব থেকে দামী ভারতীয় ফুটবলার হিসেবে নাম লেখালেন আপুইয়া।
যদিও নর্থইস্টের সাথে এক বছরের চুক্তি বাকি ছিল আপুইয়ার। কিন্তু তাকে ধরে না রাখার আক্ষেপ রয়েছে ফ্র্যাঞ্চাইজির। এই নিয়ে নর্থইস্ট ইউনাইটেডের এক কর্তা বলেন, "আমরা আপুইয়াকে রাখতে চেয়েছিলাম। ও নর্থইস্টের ছেলে আর আমরা ওকে সেই মঞ্চ দিয়েছিলাম যেখানে ও নিজেকে গড়ে তুলতে পারে। ও এখানে খুব ভালো করেছে। আমরা চেয়েছিলাম ও আমাদের সাথেই বেড়ে উঠুক, আরও কয়েক বছর আমাদের সাথে খেলুক। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি।"
মুম্বই সিটি এফসি ও এটিকে মোহনবাগান গত কয়েক মাস ধরে আপুইয়ার পিছনে লেগে ছিল। কিন্তু মুম্বইয়ের লোভনীয় প্রস্তাব আর ফেলতে পারেননি আপুইয়া এবং নর্থইস্ট ইউনাইটেড। ফলে নতুন যাত্রা শুরু করতে চলেছেন মিজো এই মিডফিল্ডার।
অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ খেলা আপুইয়া গত মরশুমে দুর্দান্ত ফুটবল খেলেন নর্থইস্টের হয়ে। আর এর জেরে কয়েক মাস আগে জাতীয় দলে অভিষেক করেছিলেন আপুইয়া।