যুব প্রজন্মের উপর ভরসা রেখে এই তরুণ ডিফেন্ডারকে রিটেইন মুম্বই সিটি এফসির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই অমেয় রানাওয়াড়ে এবং প্রাঞ্জল ভূমিজকে রেখে ভবিষ্যতের পরিকল্পনা শুরু করে দিয়েছে মুম্বই সিটি এফসি। এবারের আইএসএল বিজয়ীরা এবার রেখে দিল আরও এক তরুণ প্রতিভাকে।
তরুণ সেন্টার ব্যাক ভালপুইয়াকে আগামী চার বছরের জন্য রিটেইন করল মুম্বই সিটি এফসি। ২০ বছরের এই ডিফেন্ডার এই বছরের আইএসএলে একটি ম্যাচও খেলেননি, তবে এই প্রতিভাবান ফুটবলারকে রেখে দিতে চাইছেন কোচ সের্জিও লোবেরা। আর এর জেরে আগামী দিনে এই তরুণ প্রতিভার সার্ভিস পেতে চাইবে মুম্বই।
যদিও মুম্বইয়ের হয়ে একেবারে গেমটাইম পাননি ভালপুইয়া। দুই মরশুম মিলে মাত্র ১৭০ মিনিট খেলেছেন তিনি। এর আগে তিনি আইজল এফসির হয়ে আইলিগ খেলেছেন। আর তারপর ২০১৯ সালে মুম্বই সিটি এফসি সই করায় এই মিজো ফুটবলারকে। এবার এই দীর্ঘমেয়াদী চুক্তি সইয়ের অর্থ হল তিনি আরও বেশি ম্যাচ এখানে খেলতে চান। যদিও মুম্বইয়ের তারকা সমৃদ্ধ লাইন আপে কিভাবে জায়গা করে নেবেন, সেটি বড় প্রশ্ন।