বৌমোসের বদলা রয় কৃষ্ণা! এটিকে-মোহনবাগানের ভরসাকে পেতে প্রস্তাব পাঠাল মুম্বই সিটি এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গতকাল ভারতীয় ট্রান্সফার ইতিহাসে রেকর্ড ভেঙেছে এটিকে-মোহনবাগান। ২.১ কোটি টাকা দিয়ে মুম্বই সিটি এফসির তারকা ফরাসি মিডফিল্ডার হুগো বৌমোসকে পাঁচ বছরের চুক্তিতে সই করিয়েছে তারা। আর এর জেরে এটিকে-মোহনবাগানের বিদেশী লাইন আপ সব থেকে সেরা হয়ে উঠেছে, সে নিয়ে কোনও কথা হবে না।
কিন্তু হুগোর এই বিদায় হয়ত মেনে নিতে পারছে না মুম্বই। সিটি গ্রুপ অফ ফুটবলের অধীনে থাকায় তারাও সক্ষম সুপারস্টার ফুটবলার তুলতে। ইতিমধ্যেই অ্যাডাম লে ফন্ড্রে ও বার্তোলোমেউ ওগবেচে ক্লাব ছেড়েছেন, আর এর জেরে ফরোয়ার্ড লাইনকে শক্তিশালী করতে এবার এটিকে-মোহনবাগানের রয় কৃষ্ণাকে টার্গেট করল মুম্বই।
দীর্ঘ সময় ধরেই ফিজির এই ফরোয়ার্ডকে পেতে আগ্রহী ছিল মুম্বই। কিন্তু একাধিক রিপোর্ট অনুযায়ী, এবার রয়কে পেতে এটিকে-মোহনবাগান এবং রয় কৃষ্ণার কাছে প্রস্তাব পাঠাল মুম্বই সিটি এফসি। যদিও খবর অনুযায়ী, পাঁচ বছরের জন্য চুক্তিবৃদ্ধি করেছেন রয়, কিন্তু এখনও অবধি আনুষ্ঠানিক ঘোষণা করেনি এটিকে-মোহনবাগান। এমনকি, রয়ের স্ত্রী তথা এজেন্ট নাজিয়া কৃষ্ণাও জানিয়েছেন যে এখনও চুক্তিবৃদ্ধি হয়নি দুই পক্ষের মধ্যে।
আর এর জেরে সুযোগের সদ্ব্যবহার করতে চাইছে মুম্বই। তবে কাজটি খুবই কঠিন। এটিকে-মোহনবাগানের তরফ থেকে সূত্র মারফত জানা গিয়েছে, ভারতে থাকলে সবুজ-মেরুণেই থাকবেন রয়। কিন্তু গোয়ায় থাকাকালীন একই কথা বলেছিলেন হুগো বৌমোস - তারপর বাকিটা ইতিহাস। সুতরাং পেশাদারিত্বের এই যুগে অর্থই শেষ কথা - যা মুম্বইয়ের প্রচুর রয়েছে।
কিন্তু এক্ষেত্রে শেষ কথা বলবেন রয় কৃষ্ণা নিজেই। গত মরশুমে সমর্থকদের থেকে যে ভালোবাসা পেয়েছেন ফিজির এই সুপারস্টার ফরোয়ার্ড, তাতে স্রেফ অর্থের জন্য ক্লাব ছেড়ে দেবেম, এমন ভাবনা বেশ কঠিন হতেই পারে।