অমেয় রানাওয়াড়ের পর এই তরুণ প্রতিভাকে তিন বছরের চুক্তিতে রেখে দিল মুম্বই সিটি এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইএসএল বিজয়ী মুম্বই সিটি এফসির দিকে নজর রয়েছে বাকি ক্লাবগুলির। কোন খেলোয়াড়দের তারা রাখবে, আর কাদের ছাড়বে, সেই অপেক্ষায় বসে রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এই পরিস্থিতিতে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে মুম্বই। ইতিমধ্যেই দলের তরুণ ডিফেন্ডার অমেয় রানাওয়াড়েকে দীর্ঘমেয়াদি চুক্তিতে রেখে দিয়েছে মুম্বই।
এবার ফ্র্যাঞ্চাইজির আরও এক প্রতিভাবান ফুটবলার প্রাঞ্জল ভূমিজকে তিন বছরের জন্য চুক্তি নবীকরণ করল মুম্বই সিটি এফসি। ২২ বছরের এই তরুণ ফরোয়ার্ডকে নিয়ে বড় পরিকল্পনা রয়েছে কোচ সের্জিও লোবেরার। আর সেই কারণে আগামী ২০২৪ সাল অবধি মুম্বইতে থাকছেন প্রাঞ্জল।
অসমের এই ফুটবলার ২০১৭-১৮ মরশুম ডিএসকে শিবাজিয়ানস থেকে মুম্বই সিটি এফসিতে এসেছিলেন। এবারের আইএসএলে চারটি ম্যাচ খেলেন প্রাঞ্জল, যেখানে লিগের শেষ ম্যাচে এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে শুরু থেকে খেলেন প্রাঞ্জল। আইএসএল কেরিয়ারে ২২টি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে একটি গোল ও একটি অ্যাসিস্ট রয়েছে তাঁর। সুতরাং, যুব ফুটবলারদের উপর ভরসা রেখে ভবিষ্যতকে শক্তিশালী করতে চায় মুম্বই।