ঘরের ছেলেদের ঘরেই রেখে দিল এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইএসএল শেষ হতেই দলবদলের পালা শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে প্রতিটি ক্লাবের লক্ষ্য থাকবে নিজেদের সেরা ও প্রতিভাবান খেলোয়াড়দের ধরে রাখার। আর সেই কাজটিই সুষ্ঠুভাবে করল এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসি।
এফসি গোয়া নিজেদের 'ঘরের ছেলে' গ্লেন মার্টিন্সকে আগামী তিন বছরের জন্য চুক্তিবদ্ধ করল। গোয়ার এই ফুটবলার মরশুম শুরুতে এটিকে-মোহনবাগানে ছিলেন। কিন্তু সেভাবে সুযোগ পাননি তিনি, এরপর জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সোয়াপ ডিলে এফসি গোয়ায় আসেন তিনি। আর ঘরের ক্লাবে এসে ফুল ফোটান গ্লেন।
এফসি গোয়ার হয়ে প্রতিটি ম্যাচেই শুরু থেকে খেলেন গ্লেন। মুম্বইয়ের বিরুদ্ধে দুর্দান্ত গোলও করেছেন তিনি। প্লে অফসেও মুম্বইয়ের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছিলেন গ্লেন। আর এর জেরে এই গোয়ানিজ ফুটবলারের প্রতি আস্থা রাখল চ্যাম্পিয়নস লিগ খেলা এই ফ্র্যাঞ্চাইজি।
এদিকে মুম্বই সিটি এফসি নিজেদের তরুণ ডিফেন্ডার অমেয় রানাওয়াড়েকে আগামী দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করল। নিজের পজিশনের বাইরে গিয়ে রাইট ব্যাকে খেললেও দুর্দান্ত পারফর্ম করেন রানাওয়াড়ে। এবং রাইট ব্যাক মহম্মদ রাকিপকে সরিয়ে সের্জিও লোবেরার ভরসার খেলোয়াড় হয়ে ওঠেন এই ২৩ বছরের ফুটবলার।
তবে তিনি শিরোনামে আসেন আইএসএল ফাইনালে, যখন প্রথমার্ধে মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হন রানাওয়াড়ে। যদিও সৌভাগ্যবশত তিনি দ্রুত সুস্থ হয়ে যান এবং পরের দিনই খেতাব নিয়ে ছবিও তোলেন তিনি। মুম্বই সিটি এফসির দীর্ঘমেয়াদি পরিকল্পনার গুরুত্বপূর্ণ অঙ্গ এই ডিফেন্ডার, সেই বুঝেই এই চুক্তির নবীকরণ করা হল।