Exclusive : ভারতবর্ষের সব থেকে দামী খেলোয়াড় আনছে মোহনবাগান!

একেএম সাইফুল্লা : নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের ট্রান্সফার মার্কেটে ইতিহাস তৈরি করল মোহনবাগান। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার ফরোয়ার্ড জেসন কামিংসকে আনতে যে পরিমাণ অর্থ খরচ করতে চলেছে মোহনবাগান, তা এর আগে কখনও হয়নি! দাম শুনলে চক্ষু চড়কগাছ হবেই।
অস্ট্রেলিয়ার এ লিগে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলা জেসন কামিংসকে ট্রান্সফার ফি সমেত প্রায় ১৩ কোটি টাকা খরচ করছে মোহনবাগান সুপার জায়ান্টস। ২০২২ বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের বার্ষিক বেতন হতে চলেছে আনুমানিক ৯.৭৫ কোটি টাকা।
বর্তমানে সেন্ট্রাল কোস্টের হয়ে প্রায় সাড়ে সাত কোটি টাকা বেতন পান কামিংস, সেই বেতনের তুলনায় অনেকটা বেশি বেতন দিতে চলেছে মোহনবাগান। পাশাপাশি ট্রান্সফার ফি আনুমানিক সাড়ে তিন কোটি টাকা। যার ফলে প্রায় ১৩ কোটি টাকা খরচ করে এই ফরোয়ার্ডকে আনছে মোহনবাগান।
শোনা যাচ্ছে, দুই বছরের চুক্তিতে কামিংসকে আনতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস। একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে কামিংসকে সই করানো, সরকারি ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা।