হঠাৎই কলকাতার বিমান বাতিলে সমস্যায় তুরসনভ। পাশে দাঁড়ালেন মোহন কর্তারা...

নিজস্ব প্রতিনিধি: সব ঠিকই ছিল। সোমবারের বিমানে দিল্লি যাবেন কমরন তুরসনভ। ওখান থেকে ২৭ মে-র বিমানে তাজিকিস্তান ফিরে যাবেন তিনি। কিন্তু সব জায়গায় বিমান পরিষেবা নতুন করে চালু হলেও, রবিবার রাতে হঠাৎই বিমান চলাচল বাতিল করে দেয় পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ সরকার। অথৈ জলে পড়েন সবুজ-মেরুনের এই বিদেশি। বুধবার যে তাঁর দিল্লি থেকে দেশে ফেরার কথা। তাহলে কী হবে?
মোহনবাগান কর্তারা তাঁকে আস্বস্ত করে বলেন, তোমার কোনও চিন্তা নেই, ২৭ শে মে'র বিমানেই তুমি দিল্লি থেকে তাজিকিস্তান উড়ে যাবে। তারজন্য আজ রাতে তাঁকে গাড়ির ব্যবস্থা করে দিচ্ছেন সবুজ মেরুন কর্তারা। ওই গাড়িতেই কলকাতা ছাড়ছেন কমরন তুরসনভ।
মোহনবাগান কর্তারা হঠাৎই তৈরি হওয়া সমস্যার সমাধান করে দেওয়ায় স্বস্তিতে তুরসনভ। কমরন আজ রাতে দিল্লি রওনা দিলে, আর পরে থাকবেন পাপা বাবাকার দিওরা ও ড্যানিয়েল সাইরাস। মোহনবাগান কর্তারা এই দুই বিদেশি ফুটবলারকে বলেছেন, তোমাদের কোনও চিন্তা নেই। আমরা আছি।
আই লিগের মাঝপথে এসেছিলেন তুরসনভ। কিবুর কোচিংয়ে যেটুকু সুযোগ পেয়েছেন, সেইটুকুতেই নিজের সেরাটা দিয়েছেন তিনি। মোহনবাগানে খেলে শুধু একটা ভাষাই শিখেছিলেন তিনি, জয় মোহনবাগান। সবুজ-মেরুন কর্তা দেবাশিস দত্ত বলেন, "কমরন তুরসনভের সব ব্যবস্থা করে দিয়েছি, ও ঠিক সময়, দিল্লি থেকে দেশে ফেরার বিমান ধরতে পারবে। এটা আমাদের কর্তব্য। আমরা তো আর অন্য ক্লাবের মতো উদাসীন হতে পারব না।"