আইলিগজয়ী তরুণ গোলকিপার কবির তৌফিককে তুলে নিল মহমেডান স্পোর্টিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দলবদলের বাজারে দুরন্ত ব্যাটিং করে চলেছে মহমেডান স্পোর্টিং। একের পর এক বিদেশী ফুটবলার নেওয়ার পর এবার দেশীয় স্কোয়াডকে শক্তিশালী করতে মরিয়া সাদা-কালো ব্রিগেড। এবার আইলিগ জয়ী গোলকিপার কবির তৌফিককে সই করাল মহমেডান।
শুক্রবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় মহমেডান এই খবর প্রকাশ করেছে। আগামী দুই বছরের জন্য সাদা-কালো ব্রিগেডে থেকে যাবেন ২৪ বছরের এই গোলকিপার।
২০১৮-১৯ মরশুমে চেন্নাই সিটি এফসির হয়ে আইলিগ জিতেছেন কবির। সেই মরশুমে চেন্নাইয়ের হয়ে পাঁচটি আইলিগ ম্যাচ খেলেন এই তামিল ফুটবলার। এবারের আইলিগে নয়টি ম্যাচ খেলেছেন কবির, মোট ১৫টি গোল খেয়েছেন এই মরশুমে।
ইতিমধ্যেই প্রিয়ন্ত সিং, জাফর আলি মন্ডল ও শুভম রায়ের মত গোলকিপাররা রয়েছেন, এবার তাতে নয়া আগমণ হিসেবে শক্তিবৃদ্ধি করবেন কবির।