সিরিয়ান জায়ান্ট আল ইত্তিহাদের প্রাক্তন অধিনায়ক শাহির শাহিনকে সই করাল মহমেডান স্পোর্টিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিদেশী সইয়ে চমক দেখিয়েই চলেছে মহমেডান স্পোর্টিং। এর আগে সার্বিয়ার দুই ফুটবলারকে সই করানোর পর এবার সিরিয়ার তারকা ডিফেন্ডার শাহির শাহিনকে তুলে নিল সাদা-কালো ব্রিগেড।
সাড়ে ছয় ফুটের এই ডিফেন্ডার নিজের দেশের অনুর্ধ্ব ১৬, অনুর্ধ্ব ১৯ ও অনুর্ধ্ব ২০ স্তরে খেলেছেন। এছাড়া সিরিয়ার অন্যতম বড় ক্লাব আল ইত্তিহাদের অধিনায়কত্ব করেছেন ৩১ বছরের এই ডিফেন্ডার। এএফসি কাপে আল ইত্তিহাদের অধিনায়ক ছিলেন শাহিন। আল কামারাহের এই ছাত্র জিতেছেন সিরিয়ান কাপ।
শুধু সিরিয়া নয়, জর্ডানের আল আসালাহ, সৌদি আরবের আল ওয়াতানি ও বাহরিনের ক্লাব আল ওয়াহনির হয়েও খেলেছেন শাহিন। এর জেরে ডিফেন্সে বড়মাপের একজন খেলোয়াড়কে সই করে ফেলল মহমেডান স্পোর্টিং।