চ্যাম্পিয়নস লিগ খেলা এফসি গোয়ার তরুণ প্রতিভাকে এনে চমক মহমেডান স্পোর্টিংয়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দলবদলের মরশুম কার্যত শেষের পথে, কিন্তু অন্তিম সময়েও বড়সড় সাইনিং করে আনল মহমেডান স্পোর্টিং ক্লাব। এফসি গোয়ার তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কি বুয়ামকে এক মরশুমের লোনে আনল মহমেডান।
২০ বছরের এই মিডফিল্ডার গত বছর শিলং লাজং থেকে এফসি গোয়ায় যোগ দিয়েছিলেন। গত বছর আইএসএলে একটিও ম্যাচে সুযোগ না পেলেও এএফসি চ্যাম্পিয়নস লিগে আল ওয়াহদার বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলেছিলেন বুয়াম।
মূলত মিডফিল্ডার হলেও ফরোয়ার্ডে খেলতে পছন্দ করেন বুয়াম। ২০১৮-১৯ মরশুমে শিলং লাজংয়ের হয়ে দারুণ পারফর্ম করে সকলের নজর কাড়েন বুয়াম। সেই মরশুমের আইলিগে ছয় গোল করেছিলেন বুয়াম। এছাড়া ২০১৯-২০ মরশুমে ৩৬ ম্যাচে ৪০ গোল করেছিলেন তিনি।