ফের ইস্টবেঙ্গলের ঘর ভেঙে এই উইঙ্গারকে সই করানোর পথে মহমেডান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দলগঠনে বেশ তৎপরতা দেখিয়ে চলেছে মহমেডান স্পোর্টিং ক্লাব। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে একটি শক্তিশালী টিম গড়ার লক্ষ্যে গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়নরা। এবার এই ভারতীয় ফুটবলারদের সই করানোর পথে সাদা-কালো ব্রিগেড।
অভিজ্ঞ উইঙ্গার বিকাশ জাইরুকে সই করতে চলেছে মহমেডান স্পোর্টিং। ৩১ বছর বয়সী এই ফুটবলার গত মরশুমে এসসি ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন ১১টি ম্যাচে। মূলত বাঁদিক থেকে খেলা অপারেট করতে পছন্দ করেন বিকাশ।
শোনা যাচ্ছে, বিকাশকে পেতে ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে মহমেডান, যাতে রাজিও রয়েছেন তিনি। আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
এদিকে ট্রাউ এফসির ডিফেন্সিভ মিডফিল্ডার কিশান সিংকে নিতে আগ্রহ দেখিয়েছে মহমেডান। শোনা যাচ্ছে, প্রস্তাব দেওয়া হয়েছে ২৪ বছর বয়সী এই মণিপুরি ফুটবলারকে। গত মরশুমে নেরোকার হয়ে আইলিগে রেলিগেশন পর্বে তিন ম্যাচ খেলেছিলেন কিশান।
এছাড়া ডিফেন্সিভ মিডফিল্ডে জোর বাড়াতে শ্রীনিধি ডেকান এফসির মায়াক্কানানকে আনতে চাইছে মহমেডান। গত মরশুমে শ্রীনিধির হয়ে ১৮টি ম্যাচ খেলেছেন, দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মায়াক্কানান।
এদিকে হায়দ্রাবাদ এফসির রিজার্ভ দলের বাঙালি ডিফেন্ডার দীপু হালদারকেও আনার পথে মহমেডান স্পোর্টিং ক্লাব। ১৯ বছর বয়সী এই সেন্ট্রাল ডিফেন্ডার এটিকের অনুর্ধ্ব ১৮ দলেও ছিলেন, খেলেছেন ইন্ডিয়ান অ্যারোজের হয়েও।
তবে এত সাইনিংয়ের মাঝেও বড় ধাক্কা পেল মহমেডান। গত আইলিগের সেরা গোলকিপার ভাস্কর রায়কে সম্ভবত পাচ্ছে না মহমেডান। ২ তারিখ অবধি অপেক্ষা করার পর শেষ অবধি ভাস্করকে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহমেডান, এমনটাই শোনা যাচ্ছে।
ফলে শঙ্কর রায় ও মিঠুন সামন্ত সহ আরও একজন গোলকিপারকে নিয়ে আগামী মরশুমে লড়তে নামবে মহমেডান স্পোর্টিং ক্লাব, এমনটাই বলা যায়।