ট্রায়াল খেলেই মহমেডানে সুযোগ পাবেন শুভ, নজরে বলবন্ত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইলিগের জন্য দলগঠন করছে মহমেডান স্পোর্টিং ক্লাব। মূলত আক্রমণভাগে এক ভারতীয়কে চাইছে সাদা-কালো ব্রিগেড। আর এই পরিস্থিতিতে এসসি ইস্টবেঙ্গলের দুই ফুটবলার শুভ ঘোষ ও বলবন্ত সিংকে নিতে পারে মহমেডান।
জানা গিয়েছে, এই মুহুর্তে মহমেডান মাঠে অনুশীলন সারছেন শুভ। তবে কোচ আন্দ্রে চেরনিশভ শুভর ফিটনেস ও কন্ডিশন দেখে তাকে দলে নিতে চাইছেন। কারণ গত এক বছর ধরে কোনও প্রতিযোগিতামূলক ফুটবল খেলেননি শুভ।
চলতি মাসের দ্বিতীয় মাসে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে মহমেডান। একটি বাংলা দলের সাথে, অন্যটি এক অ্যাকাডেমি দলের সাথে, যদিও আর একটি দল এখনও নির্বাচিত হয়নি। আর এই তিন ম্যাচে সাদা-কালো ব্রিগেডে খেলবেন শুভ। আর এই তিন ম্যাচ কার্যত ট্রায়াল হতে চলেছে শুভর জন্য।
এদিকে এসসি ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড বলবন্ত সিংকে লোনে পেতে চাইছে মহমেডান স্পোর্টিং। বলবন্তের ফিটনেস সম্পর্কে এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সাথে কথা বলছে মহমেডান স্পোর্টিং ক্লাব।