করোনা ভীতি কাটিয়ে আবারও অনুশীলনে নামছে মহমেডান স্পোর্টিং ক্লাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টিম হোটেলে করোনা সংক্রমণের জেরে বিগত কয়েক সপ্তাহ ধরে স্থগিত হয়েছিল আইলিগ। কিন্তু সেই ভীতি কাটিয়ে আবারও ধীরে ধীরে অনুশীলনে নামার প্রস্তুতি নিচ্ছে দলগুলি।
এই পরিস্থিতিতে মহমেডান স্পোর্টিং ক্লাবও প্রস্তুতি শুরু করতে চলেছে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২০ জানুয়ারি থেকে সল্টলেকের অনুশীলন মাঠে প্রস্তুতি পুনরায় শুরু করবে সাদা-কালো ব্রিগেড। কোচ আন্দ্রে চেরনিশভের অধীনে ফুটবলাররা অনুশীলনে নামবে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই বাইরের রাজ্যের ফুটবলাররা টিমের সাথে যুক্ত হয়েছে এবং পুরো দলটি কলকাতার এক নামী হোটেলে এক সাথে রয়েছে। এদিকে করোনা পরিস্থিতিকে মাথায় রেখে পুরো জৈব বলয়ে থাকবেন মহমেডান টিম ম্যানেজমেন্টের সদস্যরা।