প্রতিভাবান উইঙ্গার প্রীতম সিংকে সই করাল মহমেডান স্পোর্টিং ক্লাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন মরশুমের জন্য শক্তিশালী দল গড়েই চলেছে মহমেডান স্পোর্টিং ক্লাব। এবার ২৯ বছর বয়সী উইঙ্গার প্রীতম সিংকে সই করাল সাদা-কালো ব্রিগেড। এর আগে এই খবরটি এক্সট্রা টাইম বাংলা জানিয়েছিল, এবং তাতে শিলমোহর দিল মহমেডান।
গত মরশুমে রাজস্থান ইউনাইটেডের হয়ে আইলিগে দুরন্ত পারফর্ম করেন প্রীতম। ১৬ ম্যাচে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করেন তিনি। ফলে প্রীতমকে এনে নিজেদের দলকে আরও শক্তিশালী করল মহমেডান, তা বলাই যায়।
এর আগে ২০১৬ সালে মহমেডান দলে ছিলেন প্রীতম। এরপর তিনি খেলেছেন গোকুলাম কেরালা, নেরোকা ও রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসিতে।