ভিক্টর নয়, ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকেই আনতে চলেছে মহমেডান স্পোর্টিং ক্লাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কয়েক দিন আগে এক্সট্রা টাইম বাংলা খবর করেছিল, নাইজেরিয়ার জাতীয় দলের ফুটবলার ভিক্টর এম্বাওমাকে সই করাতে চলেছে মহমেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু শেষ অবধি সাদা-কালো ব্রিগেডে আসছেন না ভিক্টর।
কিন্তু কেন? যা খবর, মিশরের এক ক্লাবের সাথে প্রাক-চুক্তি সেরে রেখেছিলেন ভিক্টর এম্বাওমা। আর সেই কারণে মহমেডানে আসছেন না নাইজেরিয়ার বর্তমান জাতীয় দলের এই ফরোয়ার্ড।
এখন প্রশ্ন হল, ফরোয়ার্ড লাইনে মার্কাস জোসেফকে সঙ্গ দিতে কাকে আনতে চলেছে মহমেডান? শোনা যাচ্ছে, ৩১ বছরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্রুনো সিলভাকে আনতে চাইছে মহমেডান স্পোর্টিং ক্লাব। বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন এই ফুটবলার।
ব্রাজিল ছাড়াও এশিয়াতে দীর্ঘ সময় কাটিয়েছেন ব্রুনো। ব্রাজিলের বোটাফোগো, পর্তুগিসা বি এর মত দলে যেমন খেলেছেন, তেমনি এশিয়াতে সংযুক্ত আরব আমিরশাহির আল আইন এফসি ও ইন্দোনেশিয়ান ক্লাব পিএসআইএস সেমারাংয়ে খেলেছেন তিনি। সেমারাংয়ে নিজের কেরিয়ারের বেশিরভাগ সময় খেলেছেন ব্রুনো। ক্লাব কেরিয়ারে ৪২টি গোল রয়েছে তার।
তবে কোচ আন্দ্রে চেরনিশভের ভাবনা ভিন্ন। তিনি সার্বিয়ার এক ফরোয়ার্ডকে আনতে চাইছেন। এবং এই নিয়ে কর্মকর্তা ও ইনভেস্টরদের সাথেও কথা বলেছেন চেরনিশভ। যদিও মহমেডান স্পোর্টিং ঝুঁকে রয়েছে ব্রুনোর দিকেই।