মহমেডানে এবার নাইজেরিয়া জাতীয় দলে খেলতে থাকা ফরোয়ার্ড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কিছু সময় আগে এক্সট্রা টাইম বাংলা আপনাদের জানিয়েছিল, নাইজেরিয়া জাতীয় দলের ফরোয়ার্ডকে আনতে চলেছে মহমেডান স্পোর্টিং ক্লাব। এবার সেই ফরোয়ার্ডের নাম আমরা সামনে আনতে চলেছি।
নাইজেরিয়ার ফরোয়ার্ড ভিক্টর এম্বাওমাকে আনতে চলেছে মহমেডান স্পোর্টিং ক্লাব। যা খবর, কথাবার্তা অনেকটাই এগিয়েছে। স্রেফ চুক্তিগত কিছু কথা সম্পন্ন হলেও এম্বাওমাকে আনতে চলেছে মহমেডান স্পোর্টিং ক্লাব।
বলা বাহুল্য, ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে নাইজেরিয়ার জাতীয় দলের হয়ে খেলছেন। সদ্য মেক্সিকো ও ইকুয়েডরের বিরুদ্ধে খেলা প্রীতি ম্যাচে সুযোগ পেয়েছিলেন ভিক্টর এম্বাওমা, দুই ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে খেলেছিলেন প্রায় ৩০ মিনিট।
ফলে এটি নিঃসন্দেহে বড় সাইনিং মহমেডানের জন্য। নাইজেরিয়ার সাথে ভারতীয় ফুটবলের সম্পর্ক দীর্ঘদিনের। তবে নাইজেরিয়ার জাতীয় দলে খেলা কোনও ফুটবলারকে আনা ভারতীয় ফুটবলে বিরল। চিমা ওকোরি ও এমেকা এজুগা ভারতীয় ক্লাবে খেলে নাইজেরিয়া জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। বার্তোলোমেউ ওগবেচে নাইজেরিয়া জাতীয় দলে অনেক দিন খেলে তারপর এসেছিলেন আইএসএলে।
তবে নাইজেরিয়া দলে খেলতে থাকা কোনও ফুটবলারকে আনা, এমন বিরল কাজকে সম্ভব করেছে মহমেডান। এবং এই খেলোয়াড় নাইজেরিয়া ছাড়া অন্য কোনও দেশের ক্লাবে খেলেননি। ১০৪ ক্লাব ম্যাচে ৪৪টি গোল রয়েছে তার। ফলে নিঃসন্দেহে এটি একটি বড় সাইনিং হতে চলেছে মহমেডানের জন্য।