ভাল খেলিয়া হার! মহামেডানে এখন একটাই নিয়ম। এবার হার চার্চিলের কাছে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ছিটকে আসা বল সন্দীপ মাণ্ডি গোলে রাখলেন, চার্চিল গোলরক্ষক আলবিনো গোমসের হাতে লেগে বল সামনে আসে, গোল করলেন ডাউদা। কয়েক মিনিটের শান্তি, ইনজুরি টাইমে ম্যাচে ফিরেছিল মহামেডান এক পয়েন্ট পাবে মনে হয়েছিল। মুহূর্তে গোল শোধ, চার্চিলের পরিবর্ত হিসেবে নামা আবদুল্লাহ সানের।
ম্যাচের ফল চার্চিলের পক্ষে ২-১
এ কী হল, কেন হল! প্রথম মিনিট থেকে শেষ মুহূর্ত পর্যন্ত ভালো ফুটবল খেলা সত্বেও শুধুমাত্র গোল করার লোকের অভাবে আবারও হার মহামেডানের। কিশোর ভারতী স্টেডিয়ামে চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হয়েছিল মহামেডান। লিগ টেবিল দেখলে খেলার বিচার হবে না। যথেষ্ট ভালো ফুটবল উপহার দিচ্ছে সাদা কালো শিবির। শুধুমাত্র ঠিক সময়ে গোল তুলে না নিতে পারার জন্য আজ এই অবস্থা সাদা কালো শিবিরের। চার্চিল ব্রাদার্স শুধু মাত্র সুযোগটা ঠিক সময়ে কাজে লাগিয়েছে বলা যায়! ৪২ মিনিটে আফগান ফুটবলার শেরিফ মহম্মদের গোল। একেবারে অরক্ষিত অবস্থা থেকে গোলে শট নিলেন আর গোল পেলেন।
উল্টে প্রথমার্ধে মার্কাস জোসেফ, মিরলান মির্জয়েভ, ফইয়াজরা একাধিক সুযোগ পেয়েও ব্যর্থ। দ্বিতীয়ার্ধে দাউদা নামলেন তাও গোল এল না।
মূলত মহামেডানের প্রেসিং হাই হচ্ছেনা। এটাকিং খেলার সময় লোক বাড়াতে পারছে না। তাই খেলাটা নান্দনিক থাকছে মাঝ মাঠ থেকে ডি বক্সের মাথা পর্যন্ত। আবার চার্চিল যখন আক্রমণে উঠল ডিফেন্স লাইনে লোক বাড়াতে ব্যর্থ হল মহামেডান। তাই কোচ বদলালেও ফলাফল বদলাল না।