আইলিগের এই দুই তারকাকে নিতে আগ্রহী মহমেডান স্পোর্টিং ক্লাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিহাস গড়ার সন্ধিক্ষণে মহমেডান স্পোর্টিং ক্লাব। আর একটি ম্যাচ জিততে পারলেই প্রথমবার আইলিগ খেতাব জিতে নেবে শতাব্দীপ্রাচীন এই ক্লাব। কিন্তু সেটিকে মাথায় রেখেও আগামী মরশুমে দলগঠনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে মহমেডান।
সূত্রের খবর, আইলিগের দুই তারকা ভারতীয় ফুটবলার লালরোমাউইয়া এবং ফাল্গুনী সিংয়ের সাথে কথা বলা শুরু করেছে মহমেডান। চলতি আইলিগে এই দুই ফুটবলারের পারফর্মেন্সে খুশি কর্তারা, এবং তার জেরে প্রাথমিক কথাবার্তা সেরে রেখেছে সাদা-কালো ব্রিগেড।
শ্রীনিধি ডেকানের হয়ে চলতি মরশুমে খেলছেন মিজো মিডফিল্ডার লালরোমাউইয়া। গত মঙ্গলবার গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে হ্যাটট্রিক করে মহমেডানের আশা জিইয়ে রেখেছেন এই ফুটবলার। মাঝমাঠে বৈচিত্র্য আনতে পারেন এই মিডিও। তবে ২০২৩ সাল অবধি চুক্তি থাকায় ট্রান্সফার ফি দিয়ে আনতে হতে পারে লালরোমাউইয়াকে।
এদিকে শ্রীনিধির হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন ফাল্গুনী সিং। ডিফেন্সিভ মিডফিল্ডে কার্যকরী ভূমিকা নিয়েছেন ২৭ বছরের এই ফুটবলার। তবে ফাল্গুনীকে নিতে গেলেও ট্রান্সফার ফি দিতে হবে মহমেডানকে, কারণ ২০২৩ সাল অবধি চুক্তিবদ্ধ রয়েছেন। তবে মহমেডানের ডিফেন্সিভ মিডফিল্ড সমস্যার বড় সমাধান করতে সক্ষম ফাল্গুনী।
আগামী ১৪ মে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে আইলিগ চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ ম্যাচ খেলবে মহমেডান স্পোর্টিং ক্লাব। মহমেডান জিতলেই আইলিগ চ্যাম্পিয়ন, অন্যদিকে ড্র করলেই গোকুলাম চ্যাম্পিয়ন।