এক্সক্লুসিভ : মহামেডানে আর্জেন্টিনার ফরোয়ার্ড সহ ইরাকি লিগের নাইজেরীয় গোল মেশিন!

একেএম সাইফুল্লা : লগ্নিকারী সংস্থা বাঙ্কারহিল কি থাকছে মহামেডানের সাথে? চিন্তা রয়েইছে সমর্থকদের। কিন্তু তা বলে পরের মরশুমের জন্য দলগঠনের কাজ থেমে নেই সাদা কালো ব্রিগেডের। গত মরশুমের হতাশা ভুলে এবছর ভালো বিদেশী ফুটবলারদের নিতে বদ্ধপরিকর মহামেডান। ফুটবল সাব কমিটি সবার আগে বিদেশি কোটা পূরণ করতে চাইছে।
আরও পড়ুন - মহিলা শিল্ডের প্রথম ম্যাচেই বিপর্যস্ত মহামেডান
যা খবর, ভারতে খেলা উজবেকিস্তানের ফুটবলার মির্যালোল কাসিমভ নিতে চলেছে মহামেডান। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড এর আগে নেরোকা এফসি দলের সদস্য ছিলেন। শোনা যাচ্ছে এই সেন্ট্রাল মিডফিল্ডারকে সই করিয়ে নিয়েছে মহামেডান।
এদিকে সুদেবা দিল্লি এফসির আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যালেক্সিস গোমেজের সাথে কথাবার্তা একপ্রকার চুড়ান্ত মহামেডানের, এমনটাই শোনা যাচ্ছে। গত আইলিগে আটটি গোল করা গোমেজকেও সাদাকালো জার্সির ঠিকানা পাঠিয়ে দিয়েছে মহামেডান কর্তারা।
শুধু আক্রমণ নয়, ডিফেন্সকেও জোরদার করতে চাইছে সাদা-কালো ব্রিগেড। রিয়াল কাশ্মীরের ঘানাইয়ান ডিফেন্ডার লামিনে মোরোকে নিতে চাইছে মহামেডান। গত মরশুমে কাশ্মীরের অধিনায়ক ছিলেন ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার। কথাবার্তা চূড়ান্ত হওয়ার পথে বলেই শোনা যাচ্ছে।
সব শেষে, ইরাকের লিগে দুরন্ত খেলা এক নাইজেরীয় ফুটবলারের সাথেও কথা চালাচ্ছে মহামেডান। সর্বোচ্চ গোলদাতার তালিকায় উপর দিকেই আছেন তিনি। খুব সম্ভবত তাঁর নাম বেঞ্জামিন ওকরনকো। নাফাত মায়সানের এই ফুটবলার নয়টি গোল করেছেন ইরাকি প্রিমিয়ার লিগে!
শোনা যাচ্ছে এক অভিজ্ঞ আই এস এলের গোলকিপারকে নিচ্ছে তারা। তবে সেই নাম আপাতত কয়েকদিন পরে পাওয়া যাবে।
সব মিলিয়ে, গত মরশুমের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার ভালো দল তৈরি করতে মরিয়া মহামেডান।