আই লিগ জিততে এসেছি! প্রথম ম্যাচেই জানিয়ে দিল মহমেডান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এ যেন এক রূপকথার শুভ সূচনা। হ্যা ঠিক এভাবেই ব্যাখ্যা করা যায় ব্ল্যাক প্যান্থার্সদের প্রথম ম্যাচ কে । প্রত্যাশা মতো নিজেদের আইলীগের প্রথম ম্যাচ জিতেই টুর্নামেন্টের সূচনা করলো মহামেডান স্পোর্টিং।
এক কথায় মহামেডানের প্রথম ম্যাচ কে ব্যাখ্যা করতে গেলে থ্রিলার শব্দটাই ম্যাচের শুরুতে বসানো যায়। ম্যাচের শুরুতে সাবধানে শুরু করলেও আস্তে আস্তে খেলার রাশ নিজেদের হাতে তুলে নেয় সাদা কালো ব্রিগেড। সে মাঝমাঠের দখলই হোক বা প্রতিপক্ষের শিবিরে একের পর এক আক্রমণ শানানোই হোক। আর তার ফলশ্রুতি হিসেবে ম্যাচের ১৩ মিনিটের মাথায় ক্যাপ্টেন নিকোলার বাড়ানো মাপা ক্রস থেকে নিখুঁত হেড করে দলকে এগিয়ে দেন শেখ ফইয়াজ। অবশ্য এক্ষেত্রে সুদেভার ডিফেন্সও অনেকাংশে দায়ী, প্রথম গোলের সময় ফইয়াজ প্রায় আন মার্ক ছিলো। এরপর সমস্ত প্রথমার্ধ জুড়ে আক্রমণ প্রতি আক্রমণের পালা চললেও গোলের মূখ কোনো দলই খুলতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নিজেদের রক্ষণ সামলে আক্রমণের ঝাঁজ বাড়াতে শুরু করে কলকাতার দলটি। আর এই সাঁড়াশি আক্রমণের ফলে নিজেদের দ্বিতীয় গোলটি তুলে নেয় মহামেডান স্পোর্টিং আর এবার প্রথম গোলের গোলদাতা অবতীর্ণ সাহায্যকারীর ভূমিকায়, ফইয়াজের বাড়ানো বলকে নিজের নিখুঁত মুন্সিয়ানার প্রতিপক্ষের গোলের মধ্যে পাঠাতে কোনোরকম ভুল করেননি মহামেডান অস্বমেধের ঘোড়া মার্কোস জোসেফ।
এরপর বার বার প্রতি আক্রমণে আসতে থাকে দিল্লীর দলটি, ম্যাচের একদম শেষের মুহূর্তে অভিজিৎ সরকারের সৌজন্যে একটা গোল পরিশোধ করলেও কাজের কাজটি করে যায় ব্ল্যাক প্যান্থার্স ব্রিগেড।
সবশেষে একটা কথা বলাই যায় রক্ষণে কিছুটা ফাঁকফোকর থাকলেও জমাটি মাঝমাঠ এবং সুতীক্ষ্ণ আক্রমণ ভাগের সৌজন্যে আইলীগ জয়ের বড় দাবীদার যে মহামেডান স্পোর্টিং সে কথা বলাই যায়।