তীব্র ঝামেলার মাঝে আগামী ১৩ জুলাই নির্বাচন জারি মহমেডান স্পোর্টিং ক্লাবে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কয়েক দিন আগে লকডাউনের মাঝে সদস্যপদ নবীকরণের নোটিস দিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিল মহমেডান স্পোর্টিং কর্তারা। পরে যদিও সেই নোটিস ফিরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এবার ফের বিতর্কিত সিদ্ধান্ত নিল মহমেডান স্পোর্টিং।
একটি নোটিস জারি করে মহমেডান স্পোর্টিং জানিয়েছে, আগামী ১৩ জুলাই ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা সকাল ১১টা থেকে বেলা একটা অবধি হবে। ক্লাবের কর্মসমিতির ১৫ জন সদস্যের সম্মিলিত বার্তায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে এই নির্বাচনে মনোনীত হওয়ার জন্য আগামী ৯ ও ১০ জুন বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা অবধি মনোনয়ন পত্র জমা দিতে হবে ক্লাব তাঁবুতে। আর এই মনোনয়ন পত্র গ্রহণ করবেন ক্লাবের সাধারণ সম্পাদক। এরপর আগামী ২৬ জুন সেই মনোনয়ন পত্রগুলির নিরীক্ষণ হবে, যা করবে স্ক্রুটিনি সাব কমিটি। আগামী ২৮ জুন মনোনয়ন জমার শেষ দিন।
এদিকে ক্লাবের বার্ষিক সাধারণ সভার স্থল নির্ধারণ করা হবে সভার সাতদিন আগে। পুরো নির্বাচন করোনা বিধি ও সরকারি নির্দেশমতই মেনে চলা হবে, এমনটাই আশ্বাস দিয়েছে মহমেডান কর্তারা।