আসন্ন আইলিগের জন্য দল ঘোষণা করল মহমেডান স্পোর্টিং ক্লাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইলিগ ২০২১-২২ মরশুমের জন্য দল ঘোষণা করল মহমেডান স্পোর্টিং ক্লাব। আরিয়াক্স অ্যাকাডেমি, গোকুলাম কেরালা এফসি ও সন্তোষ ট্রফির বাংলা দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে কোচ আন্দ্রে চেরনিশভ দল নির্বাচন করলেন।
তবে ট্রায়াল দিতে আসা শুভ ঘোষকে পছন্দ হয়নি কোচের। এছাড়া ইস্টবেঙ্গলের বলবন্ত সিংকে নিতে আগ্রহী নয় মহমেডান। এদিকে সুযোগ পেয়েছেন নবাগত বিদেশী আন্দেলো রুদোভিচ। আর হায়দ্রাবাদ এফসির প্রাক্তন খেলোয়াড় অভিষেক হালদারকেও নিয়েছে তারা।
আসন্ন আইলিগের জন্য মহমেডান দল -
গোলকিপার - মিঠুন সামন্ত, জোথানমাউইয়া, কবির টি।
ডিফেন্ডার - লালরামচুল্লোভা, সাফিউল রহমান, শাহির শাহিন, আশির আখতার, ওয়েন ভাজ, অরিজিত সিং, সুজিত সাধু, মনোজ মহম্মদ, লালরামমুনমাউইয়া।
মিডফিল্ডার - নিকোলা স্টোজানোভিচ, মিলন সিং, সুশীল মিতেই, মালসাউমজুয়ালা, ফ্রাঙ্কি বুয়াম, উইলিয়াম লালগৌলিয়েন, ফিরোজ আলি, অভিষেক হালদার।
উইঙ্গার - আন্দেলো রুদোভিচ, ব্র্যান্ডন ভানলালরেমডিকা, ওয়াই গোপী সিং, ফৈজল আলি, শেখ ফৈয়াজ।
ফরোয়ার্ড - মার্কাস জোসেফ, আজহারউদ্দিন মল্লিক, সেইমিনমাং মানচোং।