ঘরে ফিরেই জয়ে ফিরল মহামেডান

মহামেডান স্পোর্টিং ক্লাব - ৩ (ডেভিড সিম্বো - আত্মঘাতী গোল, মার্কাস জোসেফ - পেনাল্টি, ফজলুরহমান)
নেরোকা এফসি - ১ (মিরজালোল কাজিমোভ)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রথম দুই ম্যাচে টানা হার, বিরক্ত সমর্থকরা, এই পরিস্থিতিতে এই জয়টা অক্সিজেনের মত পেল মহামেডান স্পোর্টিং ক্লাব।
বুধবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের সমর্থকদের মাঝে আইলিগের প্রথম জয় তুলে আনল সাদা-কালো ব্রিগেড। নেরোকার বিরুদ্ধে ভালো মানের ফুটবল খেলে জিতল আন্দ্রে চেরনিশভের ছেলেরা।
৪০ মিনিটে কিন লুইসের লম্বা পাস ধরতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন নেরোকার ডেভিড সিম্বো। এরপর ৫৮ মিনিটে দুরপাল্লার শটে নেরোকাকে সমতায় ফেরান উজবেকিস্তানের মিডফিল্ডার মিরজালোল কাজিমোভ।
তবে মহামেডান গোল করার মরিয়া চেষ্টা করে। ৮২ মিনিটে পেনাল্টি পায় মহামেডান, সেখান থেকে গোল করতে কোনও ভুল করেননি অধিনায়ক মার্কাস জোসেফ। আর এর দুই মিনিট পরেই ফজলুরহমান গোল করে মহামেডানের জয় নিশ্চিত করেন।
তবে এই ম্যাচে দাপটের সাথে ফুটবল খেলেন মিডফিল্ডার নুরুদ্দিন দাভ্রোনোভ। আক্রমণ ও মাঝমাঠের মধ্যে দুর্দান্ত লিঙ্ক আপ তৈরি করেন নুরুদ্দিন। আর সেই কারণেই ম্যাচের সেরা হয়েছেন এই বিদেশী মিডফিল্ডার।