মোহনবাগানের এই আই লিগ জয়ী ফুটবলারকে দলে নিয়ে চমক মহামেডানের...

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: গত শুক্রবারই ইয়ান ল’কে আগামী মরশুমের কোচ নিযুক্ত করেছে তারা, আর আজ মোহনবাগানের প্রথম আই লিগ জয়ী দলের সদস্য শৌভিক ঘোষকে নিয়ে চমকে দিল মহামেডান।
মোহনবাগানের হয়ে ১৪-১৫ মরশুমে আই লিগ এবং ১৫-১৬ তে ফেড কাপ জেতা শৌভিকের শুরুটা হয় পৈলান অ্যারোজে, সেখান থেকে মোহনবাগান। পরে আইএসএলের দল দিল্লি ডায়নামোজ, নর্থইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি এবং মুম্বই সিটি এফসিতে চমকে দিয়েছিলেন।
জাতীয় দলের নিয়মিত সদস্য শৌভিককে চোট আঘাত ভোগাচ্ছিল। গত মরসুমে নর্থইস্ট ইউনাইটেডে নিজেকে মেলে ধরতে পারেন নি ২৭ বছরের এই লেফট ব্যাক।
উত্তরপাড়ার ছেলে শৌভিককে নিয়ে দল গুছিয়ে ফেলল মহামেডান। অন্য দিকে মহামেডান থেকে চার্চিলে গেলেন কামরান ফারুক। আজ চার্চিল প্রেস রিলিজ করে জানাল সে কথা।