অভিজ্ঞতায় জোর মহমেডানের, তারকা মিডফিল্ডার মিলন সিংকে সই করাল সাদা-কালো ব্রিগেড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মাঝমাঠে অভিজ্ঞতা বাড়াল মহমেডান স্পোর্টিং ক্লাব। আসন্ন মরশুমের জন্য মহমেডান সই করল অভিজ্ঞ মিডফিল্ডার মিলন সিংকে। বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দেয় মহমেডান।
গত আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন মিলন। তবে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফ্রি এজেন্ট হয়েই ছিলেন মিলন। আর এর জেরে মণিপুরি এই মিডফিল্ডারকে তুলে নিল মহমেডান স্পোর্টিং। কলকাতা লিগ, ডুরান্ড কাপ ও আইলিগে বড় ভূমিকা রাখবেন মিলন, তা আশা করাই যায়।
ভারতীয় ফুটবলে অত্যন্ত অভিজ্ঞ মিলন। আইলিগে ৮৭ ও আইএসএলে ৬৮টি ম্যাচ খেলেছেন মিলন। ক্লাব কেরিয়ারে গোল করেছেন ১২টি। এসসি ইস্টবেঙ্গল ছাড়াও আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড, মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স ও দিল্লি ডায়নামোসে খেলেছেন মিলন। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডারেই খেলে থাকেন মিলন।