আই লিগের প্রথম ম্যাচেই ধাক্কা মহামেডানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সদ্য কলকাতা লিগ জয়ী মহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগের শুরুতেই হোঁচট খেলো। ২০২২-২৩ আইলিগের উদ্বোধনী ম্যাচে মহামেডান মুখোমুখি হয় শেষ দুইবারের আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালার। ১১ নভেম্বর কেরলের মালাপ্পুরাম জেলা স্পোর্টস কমপ্লেক্স মাঠে ১-০ গোলে পরাজিত হয় জোসেফ, ফায়াজদের দল।
প্রথমার্ধে দুই দলই নিজেদের রক্ষণ ভাগ গুছিয়ে নিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করে। মহামেডান এবং গোকুলামের খেলোয়াড়েরা বেশকিছু গোলমুখী আক্রমণ তৈরি করলেও জালে বল জড়াতে তাঁরা ব্যর্থ হন। প্রথমার্ধ শেষে খেলার ফলাফল হয় ০-০।
দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে গোকুলাম স্ট্রাইকার জুনিয়র বোউম সোমলাগার বক্সের বাইরে থেকে শট মহামেডান জালে জড়িয়ে যায়। এই গোলের সুবাদে গোকুলাম দল নিজেদের ঘরের মাঠে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।