গত কলকাতা লিগে দুরন্ত পারফর্ম করা রাহুল পাসওয়ানকে সই করল মহমেডান স্পোর্টিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আক্রমণভাগে জোর বাড়াতে এবার বড় উদ্যোগ নিল মহমেডান স্পোর্টিং ক্লাব। গত কলকাতা লিগের যুগ্ম সর্বোচ্চ গোল সংগ্রাহক রাহুল পাসওয়ানকে সই করল মহমেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর জানায় মহমেডান।
গত বছর বিএসএস এর হয়ে কলকাতা লিগে দুর্দান্ত পারফর্ম করেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। করেছিলেন ছয়টি গোল।
কলকাতা লিগে দুর্দান্ত পারফর্মেন্সের জেরে গত আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের হয়ে খেলার সুযোগ পান রাহুল, যদিও খেলেছেন একটি মাত্র ম্যাচ। তবে রাহুলকে সই করিয়ে নিঃসন্দেহে আক্রমণভাগে জোর বাড়ল মহমেডানের।