ইস্টবেঙ্গল-মোহনবাগানে খেলা এই অভিজ্ঞ ডিফেন্ডার সই করিয়ে চমক দিল মহমেডান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দলবদলের বাজারে দুর্দান্ত কাজ চালিয়ে যাচ্ছে মহমেডান স্পোর্টিং ক্লাব। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে আগামী মরশুমের জন্য শক্তিশালী দল গড়ার কাজে নেমেছে মহমেডান। এবার দুই প্রধানে খেলা এই ডিফেন্ডারকে সই করিয়ে চমক দিল সাদা-কালো ব্রিগেড।
অভিজ্ঞ লেফট ব্যাক অভিষেক আম্বেকরকে আগামী মরশুমের জন্য সই করাল মহমেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছে মহমেডান।
মহারাষ্ট্রের এই লেফট ব্যাক গত মরশুমে খেলেছিলেন রাজস্থান ইউনাইটেডে, মোট ১২টি ম্যাচে নেমেছিলেন। বলা বাহুল্য, এই রাজস্থান ইউনাইটেড থেকেই উইঙ্গার প্রীতম সিংকে সই করিয়েছে মহমেডান।
২০১৮ সালে মিনার্ভা পাঞ্জাবের হয়ে আইলিগ জিতেছিলেন অভিষেক। এরপর মোহনবাগান ও ইস্টবেঙ্গলের হয়ে খেলেন তিনি। দীর্ঘদিন ভারতীয় ফুটবলের সার্কিটে থাকা অভিষেককে নিয়ে দলে অভিজ্ঞতার ভান্ডার আরও সমৃদ্ধ করল মহমেডান, তা বলাই যায়।