আইজলকে পর্যুদস্ত করে আইলিগে নিজেদের জাত চেনালো মহমেডান

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক : নিজেদের চেনা ছন্দে আইলিগের দ্বিতীয় পর্যায়ে শুরু করল সাদা কালো শিবির। দুরন্ত ছন্দে থাকা মার্কাস জোসেফ রুদভিচরা অসাধারন ফুটবল খেললেন এদিন। জোসেফের করা জোড়া গোলে আইজলকে ২-০ গোলে হারালো সাদা কালো শিবির।
প্রথমার্ধে ম্যাচের ১০ মিনিটে রুদভিচ গোলকিপারকে এক পাওয়া সত্ত্বেও বল জালে ঢোকাতে ব্যর্থ হন। এরপর আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে মহমেডান। ম্যাচের ২৬ মিনিটে সেই রুদভিচের পাস থেকেই প্রথম গোল করে যান মার্কাস জোসেফ। ঠিক তারপর ৩৪ মিনিটে আইজলের বিরুদ্ধে কফিনে শেষ পেরেকটি পতেন মার্কাস। নিকলার পাস থেকে গোল করে যান তিনি।
দ্বিতীয়ার্ধে দুটো টিমের মধ্যেই তুল্য মূল্য লড়াই চলে। দুটো টিমই গোল করার অনেক সুযোগ পায় কিন্তু কোনও দলই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। ফলে শেষ অবধি খেলা ২-০ গোলেই শেষ হয়।