মহামেডানের নতুন বিদেশি লাইনআপ কেমন হবে? জানিয়ে দিলেন দীপেন্দু বিশ্বাস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা লিগ দিয়ে নতুন মরশুম শুরু করবে মহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু জাতীয় স্তরে ডুরান্ড কাপে ভালো পারফর্ম করতে চাইবে সাদা-কালো ব্রিগেড।
গতবারের ডুরান্ডে সেমি ফাইনালে উঠেছিল মহামেডান। কিন্তু তারপর অনেক জল বয়ে গিয়েছে। গতবারের থেকে এবারের দলে অনেক পরিবর্তন এসেছে। তবে এবারের ডুরান্ডে ভালো ফল করতে আশাবাদী মহামেডানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস।
ডুরান্ড কাপ মিডিয়ার সাথে সাক্ষাৎকারে এবারের দল নিয়ে দীপেন্দু বিশ্বাস বলেছেন, "এই বছর আমরা মহামেডানের দলগঠনে তারুণ্যের উপর জোর দিয়েছি। দলের গড় বয়স ২৪ এর কাছাকাছি। আমরা চারজন বিদেশিকেও সই করিয়েছি যারা ভারতের মাটিতে আগে খেলে গিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য নাম হল আর্জেন্টিনার অ্যালেক্স। এছাড়াও এশীয় কোটাতে ভালো মিডফিল্ডার ও দুজন আফ্রিকান নেওয়া হচ্ছে, যাদের একজন সেন্টার ফরোয়ার্ড ও সেন্টার ব্যাক। দলে তারুণ্য ও অভিজ্ঞতার খুব ভালো মিশেল রয়েছে।"
আরও পড়ুন - গোল তুলে আনতে ঘানার তারকা ফরোয়ার্ডকে সই করল মহামেডান
এদিকে মহামেডান স্পোর্টিং সমর্থকদের উদ্দেশ্যে দীপেন্দু বিশ্বাস জানিয়েছেন, "আমার একটাই আবেদন রয়েছে মহামেডান সমর্থকদের জন্য, এই দলের সাথে থাকুন। এই বছর আমরা চারজন নতুন বিদেশি খেলোয়াড়কে সই করিয়েছি এবং একাধিক তরুণ প্রতিভাবান খেলোয়াড় এসেছে যাদের ক্ষমতা রয়েছে কলকাতা লিগ, ডুরান্ড ও আইলিগে ভালো খেলার। সমর্থন করুন, আশাহত হবেন না এমনটাই আশা করছি।"