দেশর্ন ব্রাউন নয়, নাইজেরিয়া জাতীয় দলের এই ফরোয়ার্ডকে আনার চেষ্টা মহমেডানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই দেশীয় খেলোয়াড়দের ধরে রাখা ও তুলে আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে মহমেডান। তবে বিদেশীদের মধ্যে কেবল মার্কাস জোসেফকেই ধরে রেখেছে মহমেডান। এই পরিস্থিতিতে মহমেডান সমর্থকদের মধ্যে প্রশ্ন, বিদেশী হিসেবে কাদের নির্বাচন করবে ক্লাব?
এই নিয়ে এক্সট্রা টাইম বাংলা বারবার জানিয়েছিল, আইএসএলের মানের বিদেশী আনা হবে মহমেডান স্পোর্টিং ক্লাবে। ফরোয়ার্ডে মার্কাস জোসেফের পাশে মহমেডানের প্রথম পছন্দ ছিল আইএসএলে অত্যন্ত পরিচিত মুখ দেশর্ন ব্রাউন। গত আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন তিনি।
তবে যা সম্ভাবনা, ব্রাউনের সাথে কথাবার্তা আপাতত বন্ধ রাখছে সাদা-কালো ব্রিগেড। সূত্রের খবর, আর্থিক বিষয়ে ব্রাউনের সাথে মতের অমিল হওয়ায় দেশর্ন ব্রাউনকে নিতে চাইছে না মহমেডান।
শোনা যাচ্ছে, নাইজেরিয়ার জাতীয় দলের এক ফরোয়ার্ডকে আনার প্রক্রিয়া শুরু করেছে মহমেডান। যদিও এই মুহুর্তে নাম প্রকাশ করা সম্ভব হবে না। তবে এই ফরোয়ার্ড যথেষ্ট হাইপ্রোফাইল এবং গোল করার রেকর্ডও খুব ভালো।
এদিকে ডিফেন্সে গোকুলাম কেরালা এফসির আমিনো বৌবাকে নেওয়ার বিষয়ে কথাবার্তা চালাচ্ছে মহমেডান স্পোর্টিং। শোনা যাচ্ছে, কথাবার্তা কার্যত অন্তিম পর্যায়ে পৌঁছেছে, কেবল ব্যক্তিগত শর্তে সম্মত হলেই কাজ মিটবে। বলা বাহুল্য, গোকুলামের আইলিগ জয়ে অত্যন্ত বড় ভূমিকা রয়েছে ক্যামেরুনের ডিফেন্ডারের।
তবে একটি গুঞ্জন উড়ে আসছিল, কোমরন তুর্সোনভকে প্রস্তাব দিয়েছে মহমেডান। ক্লাব সূত্রে যা জানা যাচ্ছে, আপাতত এমন কোনও প্রস্তাবই দেওয়া হয়নি তুর্সোনভকে। বরং মাঝমাঠে বেঙ্গালুরু এফসির এক মিডফিল্ডারকে নেওয়ার চেষ্টায় রয়েছে মহমেডান।
আর সব শেষে বড় প্রশ্ন উঠে আসছেই, নিকোলা স্টোজানোভিচ কি মহমেডান ছাড়ছেন? যা খবর, কোচ আন্দ্রে চেরনিশভ নিকোলাকে চাইছেন। এই নিয়ে কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন কোচ। এদিকে নিকোলার কাছে রাউন্ডগ্লাস পাঞ্জাবের বড় প্রস্তাব রয়েছে বলে জানা গিয়েছে।
সব মিলিয়ে মহমেডান স্পোর্টিং ক্লাব দলগঠনে বেশ জোর কদমে নেমেছে, তা বলাই যায়।