বঙ্গব্রিগেডের শক্তি বাড়াল মহমেডান, রিয়াল কাশ্মীর থেকে যোগ দিলেন গোলকিপার মিঠুন সামন্ত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দলগঠনে দারুণ কাজ চালিয়ে যাচ্ছে মহমেডান স্পোর্টিং। এবার নিজেদের বঙ্গব্রিগেডের শক্তি বাড়িয়ে অভিজ্ঞ গোলকিপার মিঠুন সামন্তকে সই করল মহমেডান স্পোর্টিং ক্লাব।
রবিবার সাদা-কালো ব্রিগেডের তরফ থেকে জানানো হয়, দুই বছরের চুক্তিতে মহমেডানে যোগ দিচ্ছেন ২৯ বছরের এই অভিজ্ঞ গোলকিপার। গত আইলিগে রিয়াল কাশ্মীর দলে ছিলেন মিঠুন, এবং ১৩ ম্যাচে মাত্র ১২ গোল খান এই বঙ্গতনয়। আর এই সাইনিংয়ের জেরে ধরে নেওয়া যায়, মহমেডানের তিনকাঠির প্রহরী হিসেবেই শুরু করতে পারেন মিঠুন।
এর আগে ইস্টবেঙ্গল, পিয়ারলেসের মত কলকাতা ময়দানের ক্লাবে খেলেছেন মিঠুন। তারপর ট্রাউ এফসির হয়ে আইলিগে অভিষেক করেন তিনি। মাঝে ইস্টবেঙ্গলে ফিরে এলেও খেলার সুযোগ পাননি। গত মরশুমে রিয়াল কাশ্মীরের হয়ে নিজের আসল ছন্দ দেখান মিঠুন।