সুনীল ছেত্রীর বিকল্প কি হতে পারবেন? উত্তর দিলেন ইশান পন্ডিতা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতের অধিনায়ক তথা ফরোয়ার্ড সুনীল ছেত্রীর বিকল্প কে হবেন? এই নিয়ে চিন্তা রয়েছে ভারতীয় ফুটবলপ্রেমীরা। বর্তমানে সেই জায়গায় দৌড়ে রয়েছেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড ইশান পন্ডিতা।
আরও পড়ুন - এশিয়ান কাপ খেলতে যাওয়া অনুর্ধ্ব-১৭ দলের জন্য এই পরামর্শ দিলেন অমরজিত কিয়াম
আসন্ন ইন্টারকন্টিনেন্টাল কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপ ইশানের কাছে বড় সুযোগ জাতীয় দলে নিজের জায়গাটা পাকা করে নেওয়া। কিন্তু তিনি কি হতে পারবেন সুনীল ছেত্রীর বিকল্প?
এই নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে দেওয়া সাক্ষাৎকারে ইশান বলেছেন, "এই প্রশ্নটা অনেক বছর ধরে চলছে, আর ওনার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, উনি আমাদের দেশের অধিনায়ক এবং ওনার অসাধারণ কেরিয়ার রয়েছে। কিন্তু আমার জন্য, আমি নিজের একটি সফর তৈরি করতে চাই আর ভারতীয় ফুটবলে নিজের অধ্যায় তৈরি করতে চাই।"
"তাই, আমি শুধু নিজের সেরাটা দেব যখন আমার কাছে সুযোগ আসবে দেশকে গর্বিত করার।"